ছিটমহলের অস্থায়ী শিবিরে গিয়ে সমস্যার কথা শুনলেন সিপিএম বিধায়ক

আমাদের ভারত, কোচবিহার, ২৪ ফেব্রুয়ারি: আজ দিনহাটার সাবেক ছিটমহলবাসীদের জন্য তৈরি অস্থায়ী শিবির পরিদর্শন করলেন বিধানসভার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তিনি এখানে বসবাসরত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন। কেন্দ্র ও রাজ্য সরকার সাবেক ছিটমহলবাসীদের জন্য কিছুই করেনি বলে তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, এই মানুষগুলোকে নিয়ে ছেলেখেলা চলছে। এ বিষয়ে রাজ্য বিধানসভায় তিনি সরব হবেন বলে জানিয়েছেন সুজন চক্রবর্তী। এখনো কেন ভারতীয় ছিট মহল থেকে এদেশে আসা এই মানুষগুলিকে স্থায়ী পুনর্বাসন দেওয়া গেল না সে প্রশ্ন তোলেন তিনি।

২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৫১ টি ছিট মহল বিনিময় হয়। বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতীয় ছিটমহলগুলোতে ৯২২ জন মানুষ সে বছর নভেম্বর মাসে কোচবিহারে চলে আসেন, তাদের জন্য তিনটি অস্থায়ী শিবির তৈরি করা হয়, দিনহাটা, মেখলিগঞ্জ ও হলদিবাড়িতে। কিন্তু অভিযোগ, দীর্ঘদিন থেকে অস্থায়ী শিবিরগুলোতে বসবাসরত মানুষদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সামান্য রেশনের ব্যবস্থা ছাড়া আর কিছুই করা হয়নি এই মানুষগুলোর জন্য। যার ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন তারা। অনেকেই আবার বাংলাদেশে ফিরে যেতে চাইছেন।

এদিন সুজন চক্রবর্তী বলেন, “এর আগে বিধানসভায় বেশ কয়েকবার এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু লাভ হয়নি। কারণ এখানকার বিধায়করা চুপ করে থাকেন”। ফের তিনি এ বিষয়ে বিধানসভায় সরব হবেন, বলে তিনি জানান।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here