
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ ফেব্রুয়ারি: পৌরসভা ভোটের দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তেজনা। সিপিএম কর্মীকে বেধড়ক মারধর এবং মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভা এলাকায়।
সূত্রের খবর, রবিবার গভীর রাতে শান্তিপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে কিছু দেওয়াল টিএমসিপি কর্মীরা দখল করেছিল। অভিযোগ সেই সময় এক সিপিএম কর্মী সেই রাস্তা দিয়ে আসার পথে দেখতে পায় আগে থেকেই যে দেওয়াল গুলি সিপিএম লিখে দখল করে রেখেছিল, সেই দেওয়াল গুলির উপরে টিএমসিপি নিজেদের দলের নাম লিখছে। অভিযোগ, সেই সময় সে তার প্রতিবাদ করলে এবং নিজের মোবাইলে ছবি তুলতে গেলে ওই সিপিএম কর্মীকে মারধর করে জনাকয়েক তৃণমূল কর্মী এবং তার মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। তখন নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয় চিকিৎসকরা। এরপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
যদিও সিপিএম কর্মীর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের শহর কমিটির সভাপতি আব্দুল সালাম কারিগর। তিনি বলেন, সিপিএমের তোলা অভিযোগ ভিত্তিহীন। বরং তাদের দখল নেওয়া দেওয়ালেই সিপিএম নিজেদের নাম লিখেছে।