হাওড়া–আমতা শাখায় লাইনে ফাটল, ট্রেন চলাচল ব্যাহত

আমাদের ভারত, হাওড়া, ২৪ নভেম্বর: লাইনে ফাটল আর তার জেরেই ট্রেন চলাচল ব্যাহত হল দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া–আমতা শাখায়। মঙ্গলবার সকালের এই ঘটনায় দুর্ভোগে পড়ল নিত্যযাত্রীরা। ঘন্টাখানেক পর রেললাইন মেরামত করলে ট্রেন চলাচল শুরু হয়।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৭ টা ৩০মি. নাগাদ হাওড়া– আমতা শাখায় লাইন পরীক্ষা করার সময় দক্ষিণবাড়ী ষ্টেশনের আগে লাইনে ফাটল লক্ষ্য করেন রেল কর্মীরা। বিষয়টি তারা রেল আধিকারিকদের জানানোর পাশাপাশি ষ্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেয়। পরে রেল লাইন মেরামত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে সকালে অফিস টাইমে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় ক্ষোভে ফেটে পড়ে নিত্যযাত্রীরা। দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হলেও লাইনে ফাটল দেখা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে যাত্রীরা।

রেল লাইনে ফাটল সম্পর্কে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান, শীতের সময় আবহাওয়ার তারতম্যের কারণে এই ধরনের ঘটনা ঘটে থাকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here