সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ জানুয়ারি: রামকৃষ্ণ পাঠাগার ক্লাবেরের উদ্যোগে ১৬ দলের মধ্যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা করেছিল। রবিবার সকালে ফাইনাল খেলাকে কেন্দ্র করে সাজে সাজো রব ময়দান চত্বরে। উত্তর ২৪ পরগনার মছলন্দপুর রামকৃষ্ণ পাঠাগারের উদ্যোগে ৬ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট চলে।
রবিবার ফাইনাল খেলার সমাপ্তি হয়। ২৩ জানুয়ারি প্রভাতফেরী হয় মছলন্দপুর শহর জুড়ে ক্রিকেটের একটি ট্যাবলো গাড়ি পরিক্রমা করে। রবিবার সকাল থেকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় রামকৃষ্ণ পাঠাগার ক্রিকেট অ্যাকাডেমি বানাম দুর্গাপুর স্কুল অফ ক্রিকেট। ফাইনালে জয়ী হয় দুর্গাপুর স্কুল অফ ক্রিকেট।
ক্লাব সম্পাদক চিন্ময় মজুমদার বলেন, গ্রামগঞ্জে খেলা একপ্রকার বন্ধ হতে বসেছে। সেই কারণে আমাদের এই উদ্যোগ। শুধু ক্রিকেট নয় ফুটবলের দিকেও আমারা নজর দিয়েছি।
ক্রিকেট খেলার কোচ সুশান্ত বিশ্বাস ওরফে লাল্টু বলেন, এখন থেকে খেলে প্রচুর খেলোয়াড় তৈরী হবে এবং তারা ভারতীয় দলে ও বাংলার টিমে খেলার সুযোগ করবে। আমারা আশাকরি প্রচুর ছেলে মেয়ের খেলার উৎসাহ দেখে আমাদের ভালো লাগছে। এই ফাইনাল খেলা দেখতে সকাল থেকে ভিড় ছিল চোখে পড়ার মতো। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এই ক্রিকেট খেলা দেখতে আসেন।