
কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ জানুয়ারি: সরস্বতী পুজোতে মহিলাদের দিয়ে ঢাক বাজানো হচ্ছে ঘাটালের পুজো মন্ডপে। ঘাটাল থানার সামনে স্বর্গসুখ কমিটির সরস্বতী পুজোতে মহিলাদের নিয়ে ঢাক বাজানোর অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ক্লাবের তরফে। সদস্যদের চিন্তাধারা, মহিলারা কোনও অংশে কম নয়। তারা সব দিক থেকেই এগিয়ে। তাই ২৪ পরগনা থেকে এই মহিলা ঢাকের দলকে এনে ঢাক বাজনা পরিবেশিত হচ্ছে পুজো মণ্ডপের সামনে। ছেলেদের মতই মেয়েরা সাবলীল ভাবেই ঢাকের বোল তুলছে অনায়াসে। অভিনব এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে ঘাটালবাসী। মহিলাদের ঢাক বাজানো দেখে খুশি ও আনন্দিত পথচারী থেকে দর্শনার্থীরা।