আমাদের ভারত, বর্ধমান, ৯ জানুয়ারি: প্রস্তুতি সারাই ছিল। শুধু দেখার ছিল শেষ বেলায় কী হয়। তিনি এলেন দেখলেন জয় করলেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শো দেখতে হাজার হাজার মানুষের ঢল নামলো, যা দেখে উচ্ছ্বসিত বিজেপির সর্বভারতীয় সভাপতি।
এমনিতেই জেপি নাড্ডার রোড শো করা নিয়ে প্রথম থেকেই বিজেপি অভিযোগ তুলেছিল। বিজেপির অভিযোগ ছিল, বর্ধমানের কার্জনগেট থেকে বিসি রোড হয়ে উত্তরফটক পর্যন্ত প্রায় চার কিলোমিটার রোড শো করার অনুমতি চেয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করে বিজেপি নেতৃত্ব, কিন্তু নিরাপত্তা দিতে পারবে না এই কথা জানিয়ে পুলিশ প্রশাসন তাদের অনুমতি দেয়নি। এরপরেই বিজেপির পক্ষ থেকে জিটি রোডের উপর বীরহাটা থেকে কার্জনগেট পর্যন্ত ৭০০ মিটার রোড শো করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার থেকেই শুরু হয়ে যায় সাজো সাজো রব। একসময়ের লালদুর্গ বর্ধমান শহরকে গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়।
বিকেল নাগাদ জেপি নাড্ডা বর্ধমান শহরে পা দিতেই শুরু হয় জয় শ্রীরাম স্লোগান। বীরহাটা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির গাড়ি ধীরগতিতে এগিয়ে যেতে থাকে কার্জনগেটের দিকে। উচ্ছ্বসিত জনতা ছুঁড়তে থাকে ফুল, তিনিও গাড়ি থেকে রাস্তার দু’পাশে জড়ো হওয়া মানুষের দিকে ফুল ছুঁড়ে দেন। কার্জনগেট পৌঁছে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর তিনি সর্বমঙ্গলা মন্দিরে গিয়ে পুজো দেন।