রাজেন রায়, কলকাতা, ২৮ জানুয়ারি: রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার পরে তাদের সঙ্গে বৈঠকে আগামী বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। শুক্রবার শহরে নিজস্ব কর্মসূচিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, তিনি এ রাজ্যে থাকাকালীন
আগামী ৩০ জানুয়ারি নিউটাউনে সিআরপিএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে আইজি ও ডিআইজি পদমর্যাদার আধিকারিকরাও উপস্থিত থাকবেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী বিধানসভা নির্বাচনে কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হতে পারে সেই নিয়েই বৈঠক বলে সূত্রের খবর।
প্রাথমিকভাবে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের আগে রাজ্যে আসতে পারে ১০০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। তবে চূড়ান্ত সংখ্যা, পরিস্থিতি পর্যালোচনা করে তবেই ঠিক করা হবে।
সিআরপিএফ সূত্রে খবর, নির্বাচনের আগে দুই কোম্পানি বাহিনী আগেই পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে। খড়্গপুর ও দুর্গাপুরে রাখা হয়েছে সেই বাহিনী। এছাড়া সিআরপিএফ মোতায়েন করা হয়েছে জঙ্গলমহলে। এবার অতিরিক্ত কত কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হতে পারে, সেই বিষয়ে পর্যালোচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
যদিও বাইরে থেকে কেন্দ্রীয় বাহিনী এলেও এই রাজ্যের রাস্তাঘাট এবং বিভিন্ন এলাকা চেনা না থাকার কারণে তাদের নির্ভর করতে হয় রাজ্য পুলিশের ওপরেই। অভিযোগ ওঠে, সেন্ট্রাল ফোর্সকে ভুল রাস্তায় নিয়ে যায় পুলিশ। আর সেই সুযোগে পোলিং বুথে গন্ডগোল শুরু হয়। একইসঙ্গে বুথের ভেতর কেন্দ্রীয় বাহিনী না থাকলে সেখানেও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। এছাড়াও থাকে ভাষাগত সমস্যা। নির্বাচনের আগে এই সব বিষয়েও কিছু নির্দেশ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, এমনটাই সূত্রের খবর।