পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও নারায়ণগড় থানার যৌথ উদ্যোগে আয়োজন করা হলো সাইবার সচেতনতা শিবির। স্কুলের ছাত্র-ছাত্রীদের সচেতন করতে এদিনের এই শিবিরের আয়োজন করা হয় নারায়ণগড় উচ্চ বিদ্যালয়ে। বর্তমান আধুনিক যুগে উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে মানুষ প্রতারিত হচ্ছে সেই বিষয়ে মূলত ছাত্র-ছাত্রীদের এদিন সচেতন করেন নারায়ণগড় থানার পুলিশ প্রশাসন। পাশাপাশি শিশু সুরক্ষার বিষয়ে বিশেষ করে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু পাচার সম্পর্কে সচেতন করেন তারা।
বিদ্যালয় হচ্ছে শিক্ষার প্রকৃষ্ট জায়গা, তাই ছাত্র-ছাত্রীদের মাধ্যমে এই সচেতনতা গড়ে তুলে সমাজের সার্বিক সচেতনতা গড়ে তোলার এই উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও নারায়ণগড় থানার পুলিশ প্রশাসন।
এদিনের এই শিবিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনি কুমার তেওয়ারি সহ বিদ্যালয়ের উপস্থিত শিক্ষক শিক্ষিকারা। পুলিশের এই উদ্যোগে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা।
এই রকম শিবির সমস্ত স্কুলে আয়োজন করা প্রয়োজন ।
More such awareness camps are needed.