রবীন্দ্রভারতী কান্ডে সাইবার ক্রাইম তদন্ত করছে, বললেন পার্থ চ্যাটার্জি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৬ মার্চ:
রবীন্দ্রভারতীতে কবিগুরুকে নিয়ে বসন্ত উৎসবের নামে অশ্লীল উৎসব করছে। শুক্রবার এইকথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে এই ঘটনা নিয়ে আর কিছু বলার নেই বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে এমন অশালীন ঘটনা নিয়ে আমি উপাচার্যের সাথে কথা বলেছি। খুব লজ্জা জনক বলে আমার কিছু বলার নেই। অভিযুক্তরা বাংলাকে কালিমালিপ্ত করছে। তারা আমাদের মাথা নত করে দিয়েছে। আমি কর্তৃপক্ষকে বলছি এমন কোনো উৎসব করা যাবে না, যেখানে বাইরের কেউ এসে অশ্লীল উৎসব করবেন। সাইবার ক্রাইম অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পার্থ চ্যাটার্জি।

অন্যদিকে প্রেসিডেন্সিতে যে আন্দোলন করছে এটা সমর্থন যোগ্য নয় বলে মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি বলেন ছাত্র ছাত্রীদের অভিযোগ থাকলে তা জানাক। কিন্তু রাস্তা অবরোধ করে মানুষকে বিপাকে ফেলে দিয়ে আন্দোলন মানা যায় না। দাবি থাকলে কর্তৃপক্ষকে বলুক, না মানলে আমাকে জানাক। কিন্তু এটা মানা যায় না। দরকার পড়লে আমার কাছে এসে জানাক। আগে হোস্টেল নিয়ে বলেছিল সেটা করে দেওয়া হয়েছে। কি চাইছে সেটা আগে জানাক। ক্যান্টিন নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ আছে। কিন্তু সাধারণ মানুষকে বিপাকে ফেলবে সেটা মানা যায় না বলে জানালেন পার্থ চ্যাটার্জি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here