ডিএ ঘোষণার তীব্র বিরোধিতা কর্মী সংগঠনের

আমাদের ভারত, ১৫ ফেব্রুয়ারি: বাজেটে ডিএ ঘোষণার তীব্র বিরোধিতা করে বিবৃতি দিল স্টিয়ারিং কমিটি অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লইজ ইউনিয়নস অ্যান্ড অ্যাসোসিয়েশনস।

সংগঠনের সাধারণ সম্পাদক সংকেত চক্রবর্তী এই প্রতিবেদককে জানান, “পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে অত্যন্ত ক্ষোভের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে রাজ্য সরকার আজ তার বাজেট অধিবেশনে আগামী মার্চ মাস থেকে রাজ্য সরকারি কর্মচারী সহ অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য মাত্র ৩ শতাংশ হারে মহার্ঘভাতা ঘোষণা করেছে।

আমাদের মহার্ঘভাতা পাওনা হয়েছে ৩৫ শতাংশ। যদিও ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের জন্য গত জানুয়ারি থেকেই পাবেন বলে আরও ৪ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করে দিয়েছে।
এই অবস্থায় রাজ্যে মাত্র ৩ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা নিঃসন্দেহে কর্মচারীদের সম্পূর্ণতই বঞ্চনার প্রকাশ, কাজেই আমরা এই ঘোষণার তীব্র বিরোধী।”

এক প্রেস বিবৃতিতে তিনি জানিয়েছেন, “আমাদের সংগঠন মনে করে যে, আমাদের হকের দাবি আদায়ের জন্য লড়াই ভিন্ন অন্য কোনো রাস্তা নেই। ইতিমধ্যেই আমরা সেই লড়াইতে সামিল আছি এবং অন্যেরাও তাদের মত করে করছে। আমরা চাই এবিষয়ে ঐক্যবদ্ধ লাগাতার ধারাবাহিক সংগ্রাম।

আগামী ১৭ ই ফেব্রুয়ারি ৩০টি সংগঠনের যৌথমঞ্চের পক্ষ থেকে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে দক্ষিণ বঙ্গের জেলাগুলোর সুবিশাল মিছিল করে আমরা রাজভবনে ডেপুটেশন ও বিধানসভা অভিযানের যে আহ্বান রেখেছি তাকে সর্বাত্মক সাফল্য মন্ডিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানাই। পাশাপাশি অন্যান্য জেলাতেও অনুরূপ কর্মসূচি হবে জেলাশাসকের দফতর অভিযানের মধ্য দিয়ে।

স্টিয়ারিং কমিটি মনে করে, এখন সময় এসেছে বর্তমান স্বৈরাচারী এই সরকারের জনবিরোধী চরিত্রকে তুলে ধরতে গণতান্ত্রিক সকল মানুষও এগিয়ে আসবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *