স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ জুন:
দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার কৃষ্ণনগরে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত হেলিপ্যাড সংলগ্ন নতুনপাড়া এলাকায় অর্জুন কীর্তনীয়ার বাড়িতে।
বাচ্চার পেটে দা ধরে ভয়াবহ ডাকাতি। নগদ ও সোনার গহনা মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল ডাকাতরা। নদিয়ার কৃষ্ণনগর স্টেশনের নতুন পাড়া এলাকার বাসিন্দা অর্জুন কীর্তনিয়ার বাড়িতে রবিবার রাতে হঠাৎই হানা দেয় জনা কয়েক দুস্কৃতী। অভিযোগ, তারা বাড়িতে ঢুকে বাচ্চার গায়ে ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও গহনা নিয়ে চম্পট দেয়। সোমবার এই ডাকাতির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানাগেছে, এদিন রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী হঠাৎ ঢুকে পরে অর্জুন বাবুর বাড়িতে। এরপর বাচ্চার গায়ে ধারালো অস্ত্র ধরে জোরপূর্বক আলমারি ভেঙ্গে সোনার গহনা ও নগদ টাকা সহ বেশ কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয়। যাওয়ার সময় একটি মোটরসাইকেল সাথে করে নিয়ে যায় ডাকাতের দল। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।