দুঃসাহসিক ডাকাতি নদিয়ায়, মাথায় রিভালবার ঠেকিয়ে লক্ষাধিক টাকার গয়না ও বাইক নিয়ে চম্পট দুষ্কৃতিদের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ মার্চ:
মাথায় রিভালবার ঠেকিয়ে তিনটি সোনার চেন, দুটি আংটি, একজোড়া কানের ঝুমকো, একটি বাইক এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিল একদল দুষ্কৃতী। দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার আরবান্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেনুর উত্তরপাড়া গ্রামে।

সূত্রের খবর, আরবান্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া গ্রামের মাঝবয়সী ব্যক্তি ঊষা রঞ্জন দেবনাথ তার স্ত্রীর সঙ্গে একাই বাড়িতে থাকতেন। তার দুই ছেলে কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন। অভিযোগ, সোমবার রাত একটা নাগাদ হঠাৎ গ্রিলের তালা ভেঙ্গে বাড়িতে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। এরপর ঊষা রানী দেবনাথ এবং তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলেন। তাদের বন্দুক এবং ভোজালির ভয় দেখিয়ে ঘন্টাখানেক ধরে চলে লুটপাট। আলমারিতে থাকা সোনার জিনিস এবং নগদ ৫০ হাজার টাকা একটি বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরে খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখে এর সঙ্গে কারা জড়িত এবং খোয়া যাওয়া জিনিসগুলি উদ্ধারের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here