সিভিক ছেলের প্রভাব খাটিয়ে জল নিয়ে দাদাগিরি বাবার, প্রতিবাদে পাম্প ঘরে গ্রামবাসীদের তালা ঝোলানোয় উত্তেজনা বালুরঘাটের ভাটপাড়ায়

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৬ মার্চ: সিভিক ভলান্টিয়ার ছেলের প্রভাব খাটিয়ে জল নিয়ে দাদাগিরি বাবার। ঘটনার প্রতিবাদে পিএইচইর পাম্প ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। রবিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের নকসা এলাকায়। যে খবর পেয়েই এলাকায় ছুটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে বালুরঘাট থানার পুলিশ।

জানা যায়, নকসা এলাকায় একটি পিএইচই’র পাম্প অপারেটরের দায়িত্বে রয়েছেন শ্যামল মন্ডল। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মাধ্যমে ওই পাম্পের জল স্থানীয় বেশকিছু গ্রামে পানীয় জল হিসাবে পৌঁছানোর কথা তার। কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে সিভিক ছেলের ভয় দেখিয়ে সেই জল নিজের চাষের জমিতে ব্যবহার করছেন পাম্প অপারেটরের। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় সেচ দপ্তরের বেশকিছু শ্যালো মেশিন রয়েছে। সেই জল না নিয়ে টাকা বাঁচাতে নিজের জমিতে পিএইচইর জল নিচ্ছেন অভিযুক্ত শ্যামল মন্ডল। পরিবর্তে গ্রামের মানুষের পানীয় জলের ব্যাঘাত ঘটাচ্ছেন তিনি। প্রতিবাদ করলে সিভিক ছেলের ভয়ও গ্রামবাসীদের দেখাচ্ছেন ওই ব্যক্তি এমনটাও অভিযোগ।

জানাগেছে, শ্যামল মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডল বালুরঘাট থানার কর্মরত সিভিক ভলান্টিয়ার। যার প্রভাব খাটিয়েই তার বাবা এই কাজ করছেন বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীরা জানান, বেশিরভাগ সময় অপারেটর থাকে না, ফলে তার ছেলে সঞ্জয় মন্ডল জলের মেশিন চালান এবং নিজের প্রভাব খাটিয়ে নিজেদের জমিতে জল নেন। দীর্ঘদিন ধরে ঘটে চলা এই ঘটনার প্রতিবাদ জানাতে এদিন একত্রিত হন গ্রামের লোকেরা। পানীয় জল নিজের প্রভাব খাটিয়ে কেন জমিতে ব্যবহার করবে ওই সিভিক ভলান্টিয়ার তারই প্রতিবাদে এদিন ওই পাম্প ঘরে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা। যাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। গ্রামবাসীদের দাবি, পানীয় জল নিয়ে ওই সিভিক ভলান্টিয়ার ও তার বাবার দাদাগিরি বন্ধ করতে হবে।

যদিও পাম্প অপারেটর শ্যামল মন্ডল এবং তার ছেলে সঞ্জয় মন্ডল গ্রামবাসীদের তোলা এমন অভিযোগ অস্বীকার করেছেন।

তৃণমূল পরিচালিত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মুকুল বর্মন জানান, বিষয়টি বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি।

One thought on “সিভিক ছেলের প্রভাব খাটিয়ে জল নিয়ে দাদাগিরি বাবার, প্রতিবাদে পাম্প ঘরে গ্রামবাসীদের তালা ঝোলানোয় উত্তেজনা বালুরঘাটের ভাটপাড়ায়

Leave a Reply to Santanu Ghosh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *