সাথী দাস, পুরুলিয়া, ৬ ডিসেম্বর: প্রথম ‘দাদার অনুগামী’রা কার্যালয় করলেন পুরুলিয়ায়। আজ পুরুলিয়া শহরের সরকার পাড়ায় ওই কার্যালয়ে শুভেন্দু অনুগামীরা আনুষ্ঠানিক ভাবে তাঁদের কাজকর্ম শুরু করেন। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক গৌতম রায় ও নিরঞ্জন মাহাতো তাঁদের এই কার্যালয় প্রসঙ্গে বলেন, “মানুষের কল্যাণকর কাজ, অসহায়দের পাশে থাকার কাজ করার জন্য এই কার্যালয় করা হল। দাদার(শুভেন্দু অধিকারীর) অনুমোদন নিয়েই এই কার্যালয় করা হয়।”
তৃণমূলে থেকে মানুষের কাজে অসুবিধা হচ্ছে? এই প্রশ্নের উত্তরে দাদার অনুগামীরা বলেন, “তেল মারা কিছু লোক এই দলে কাজের স্বীকৃতি পান। তৃণমূলে যোগ্যদের মর্যাদা দেওয়া হয় না।”
গৌতম রায় বলেন, “তৃণমূলের প্রতিষ্ঠা হয়েছিল তৃণমূল স্তরের কর্মীদের মর্যাদা দিয়ে যোগ্যদের কদর দিয়ে দল চলবে বলে। কিন্তু এখন ঠিক তার উল্টো হচ্ছে। উঁচুতলার নেতারা যদি ক্ষুব্ধদের সঙ্গে বসে মিটিয়ে নেন তাহলে ভালো, নয়তো দলের খারাপ দিন আসছে।”
এদিন কার্যালয়ে পৌঁছে যান জেলার বিভিন্ন প্রান্তে থাকা তৃণমূলের সাংগঠনিক ও নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাঁরা সম্মিলিত ভাবে শুভেন্দু অধিকারীর নামে স্লোগান দেন। শোনা যায়নি তৃণমূল কংগ্রেসের নামে ধ্বনি।
কার্যত দলের বিক্ষুব্ধদের এই ধরনের কাজে অস্বস্তিতে জেলা তৃণমূল কংগ্রেস। যদিও এই বিষয়ে দলের মুখপাত্র নবেন্দু মাহালি বলেন, “কারও ফ্যান অফিস করলে দলীয় ভাবে আমরা কী করব? তবে সব কিছু নজর রাখছি আমরা।”