দৈনিক রাশিফল : ০৬/১২/২০১৯

মেষ :– অভিমান দূরে সরিয়ে রাখুন, অভিমান করে ঘর বাড়ি পরিজনদের ছেড়ে দূরে বাসা ভাড়া করে চলে যেতে পারেন।নানা কারনে সংসারে অশান্তি ও ঝুট ঝামেলা লেগে থাকবে। পরিবারের শিশুদের প্রতি নজর রাখুন নচেৎ তাদের মানসিকতা ছিন্ন ভিন্ন হতে পারে। আর্থিক দিকে উন্নতি হবে। ছাত্র-ছাত্রীরা প্রযুক্তি নিয়ে পড়াশোনা করতে পারেন।
বৃষ :– পাড়া-প্রতিবেশীর ছাগল গরু কুকুরের মতন জীব জন্তুর ওপরে অত্যাচার করতে গিয়ে সংসারে অশান্তি ডেকে আনবেন না। ব্যবসায় অর্থলগ্নি বুঝেসুঝে করবেন, বন্ধু বা অতি পরিচিতের হাতে ব্যবসার হাল ছেড়ে দেবেন না। ইনকাম ট্যাক্স ও সেল ট্যাক্স এর খাতা সঠিকভাবে সেরে রাখুন।
মিথুন :– প্রতারকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুন, তা না ফলে শত্রু আপনার খুব বড় ক্ষতি করতে পারে। শেয়ারবাজারে অর্থলগ্নি করে বা ফাটকা খেলে লটারি তে মোটা অংকের টাকা রোজগার করতে পারেন। সন্তানের জন্য মানসিক যন্ত্রণা পেতে পারেন পুঁথিগত পড়াশোনা যারা শেষ করেছেন তারা রাজনৈতিক দিকে নিজেকে সমর্পণ করতে পারেন।
কর্কট :– কার্যক্ষেত্রে কঠিন মানসিকতার পরিচয় দিলেও সহকর্মীর ভুলের জন্য তাকে ক্ষমাও করার মানসিকতা আপনার আছে। পরিবারের কারোর দুরারোগ্য ব্যাধির জন্য মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক দিকে চাপ ও ক্ষতি বৃদ্ধি পাবে। মা-বাবা ও গুরুজনদের আশীর্বাদে জীবনে প্রতিষ্ঠা লাভ সম্ভব হবে। প্রযুক্তিবিদ্যা বা চিকিৎসাবিদ্যা নিয়ে বিদেশে পড়াশোনা করতে যেতে পারেন।
সিংহ :– ভুল বুঝে কাউকে অপমানিত করবেন না, নিজের কাজের সঠিক মূল্যায়ন করে তবেই অন্যকে দোষারোপ করুন। চারুশিল্প কলায় শিল্পী হিসাবে নিজের সুনাম যশ বৃদ্ধি করতে পারেন। ব্যবসার দিকে অর্থলগ্নি ঝুঁকির ব্যাপার হতে পারে, ব্যবসা বুঝে লগ্নি করুন। ছাত্র শিক্ষক সম্পর্ক আর্থিক কারণে নষ্ট হতে পারে।
কন্যা :– নবজাতকের আগমনে পরিবারের সকলের মনে আনন্দের ঢেউ বয়ে যাবে। কন্ট্রাক্টরি ব্যবসা আর্থিক বিনিয়োগ করে ভালো রোজগার সম্ভব হবে। দ্রুত গতিতে যানবাহন সাবধানে চালানোই ভালো পথ নির্দেশ মেনে চলুন। কাজের চাপ বৃদ্ধি পাবে। ছাত্রছাত্রীরা কম্পিউটার শিখে ছোটখাট কাজের জন্য চেষ্টা করতে পারেন।
তুলা :– কথায় বার্তায় সংযত হোন আলটপকা কথা বলে মানুষের কাছে অপমানিত হবেন না। দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান বৃদ্ধ ব্যক্তির কাছে ব্যবসায়ীক সু পরামর্শ নিন। কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা কর্তৃপক্ষের কাছে প্রমাণিত হয়ে যাবে। আর্থিক উন্নতি ধীরগতিতে হলেও তেমন কোনো অসুবিধার সম্মুখীন হবেন না। ছাত্রছাত্রীরা পুঁথিগত বিদ্যার পাশাপাশি কম্পিউটার নিয়ে পড়াশুনা করলে ভবিষ্যতে সুফল লাভ করবেন।
বৃশ্চিক :– লোভী ব্যক্তির খপ্পরে পড়ে জাল দলিলে জমি ক্রয় করতে যাবেন না ভবিষ্যতে আইনের জালে জড়িয়ে যাবেন। কর্মক্ষেত্রে একটু লোভ সম্বরণ করতে পারলে অনেক ঝুট-ঝামেলা এবং অশান্তি থেকে মুক্তি পাবেন। অন্যের হারিয়ে যাওয়া দুর্লভ গহণা বা অর্থ সঠিক ব্যক্তিকে ফেরত দিয়ে সুনাম পেতে পারেন।
ধনু :– কর্মক্ষেত্রে সহকর্মীর কুচক্রান্তে পড়তে পারেন,অফিসে বা কর্মস্থলে বিপরীত লিঙ্গের থেকে সাবধান হবেন। দূরে কোথাও কর্মান্তর ঘটতে পারে। ব্যবসা সংক্রান্ত ভালো কিছু সুলুক সন্ধান পেতে পারেন। যারা পরিবহনের ব্যবসা করতে চান তারা এখনি অর্থ বিনিয়োগ করতে পারেন। পড়াশুনা মনোযোগ দিয়ে চালিয়ে যান রেজাল্ট ভাল হবেই।
মকর :– পরকীয়া থেকে দূরে থাকুন পরিবারে বা সংসারে অশান্তির মূল কারণ হয়ে দাঁড়াবে। পরিবারের কারোর অর্থসংস্থানের দায়ভার গ্রহণ করতে পারেন। চাকুরী পাওয়ার জন্য কাউকে ঘুষ দেবেন না, আপনার যোগ্যতাতেই আপনি কর্ম সংস্থান করতে সক্ষম হবেন। শিক্ষাক্ষেত্রে চাপ থাকবে।
কুম্ভ :– ব্যবসাক্ষেত্রে লভ্যাংশের লক্ষ্যমাত্রা পূরণের জন্য নতুন কোন কৌশল গ্রহণ করতে পারেন। কোন অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবেন না। কূটকৌশলে গুপ্ত শত্রু কে পরাস্ত করার চেষ্টা করুন সফল হবেন। পারিবারিক ক্ষেত্রে সুসম্পর্ক থাকবে দাম্পত্য জীবনে সুখ পাবে। কোন বিষয়ে রিসার্চ করার জন্য ভিন রাজ্যের কোন বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন।
মীন :– ছাত্র দরদী শিক্ষক হিসেবে মেধাবী ছাত্রের শিক্ষাখাতের খরচ নিজে হাতে তুলে নিতে পারেন। সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন। বয়স্ক পিতা মাতার হঠাৎ শারীরিক অসুবিধা হতে পারে হাসপাতাল বা নার্সিংহোমে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলে ভাল হয়।
— শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here