দৈনিক রাশিফল :১০/১২/২০১৯

মেষ :– মনের কোনে জমে থাকা দুঃক্ষ কষ্ট যে কোন বন্ধু কে বলবেন না যে মনের কথা বোঝে তাকে বলে মনটা হাল্কা করে নিন। নিজের জমা অংক রাশি পরিজনের জন্য ব্যয় করে উল্টে তাদেরই কটু কথাশুনে মনে কষ্ট পাবেন। আর্থিক যোগান ঠিক থাকবে। শিক্ষা ক্ষেত্র শুভ।
বৃষ :–পারিবারিক আনন্দ উৎসবের একটা পরিবেশ তৈরী হবে। উপকূল এলাকায় সমুদ্র বিচে বেড়াতে যেতে পারেন। ব্যবসার হাল কারো হাতে বিশ্বাস করে ছেড়ে মনের আনন্দে ঘুরতে যাবেন না, সমূহ ক্ষতির আশংকা আছে। ছোটোদের যারা পড়াশুনা নিয়ে দুঃশ্চিন্তা করছো তারা পরীক্ষা ভালো দেবে ও রেজাল্ট ভালো হবে।
মিথুন :– নিজের স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের জন্য বা বন্ধুর জন্য আর্থিক দায় ভাগ নিতে পারেন। ব্যবসা ক্ষেত্রে কঠোর মানসিকতার পরিচয় দিতে সক্ষম হবেন। আত্মীয় বিরোধ ঘটতে পারে সাবধান হওয়া প্রয়োজন। ছাত্র ছাত্রীদের পড়াশুনা ভালো হবে।
কর্কট :– কারবারে মন বসালে কিছুটা হলেও আর্থিক চাপ সামলে উঠতে পারবেন। ছোটখাটো ব্যবসায়ীদের অংশীদারী কারবারে ভালো ফল পাবেন। পারিবারিক সম্পর্ক সকলের ভালো থাকবে। চাকুরীজীবিদের আর্থিক উন্নতি ঘটবে।
সিংহ :– লোনের অর্থ শোধ করতে সক্ষম হবেন, সকলের সাথে মিলে ভালো কিছু করার আনন্দে নিজেকে হারিয়ে ফেলবেন। নতুন ভাবনা চিন্তা করে প্রতিষ্ঠান গড়ে তুলবেন। চাকুরী জীবিদের পদোন্নতি ও আর্থিক উন্নতি ঘটতে পারে। মনটা খুশিতে ভরে থাকবে।
কন্যা :– প্রেম প্রীতি শুভ, হটাৎ মনের মানুষের ভালোবাসার প্রস্তাব পেয়ে আনন্দে আত্মহারা হতে পারেন। ব্যবসায় উন্নতি লাভ হবে, ঠিকাদারী কারবারে সরকারী টেন্ডার ধরে মোটা টাকা রোজগার করতে সক্ষম হবেন। ছাত্র-ছাত্রী দের যারা সরাসরি চাকুরী পরীক্ষায় বসছেন তারা সফল হতে পারেন।
তুলা :– কারবার খুবই ভালো চলবে। লোকসানের তেমন সুযোগ নেই। ঠিকাদারী কারবারে খুব বড় ধরনের ঠিকা কাজ পাবেন যা অর্থনৈতিক উন্নতি হতে সাহায্য করবে। পড়াশুনায় মন যোগের অভাব লক্ষ্য করা যায়।
বৃশ্চিক :– জেদের জন্য কাজের গতি বেড়ে সফলতা দ্রুত আসবে। ব্যবসায় রাজ্যের বাইরে যাবেন ও অর্থনৈতিক চাপ সামলে লাভবান হবেন। পরীক্ষার্থী দের পরীক্ষা খুব ভালো হবে।
ধনু :– জেদের জন্য কাজের গতি বেড়ে সফলতা দ্রুত আসবে। ব্যবসায় রাজ্যের বাইরে যাবেন ও অর্থনৈতিক চাপ সামলে লাভবান হবেন। পরীক্ষার্থীদের পরীক্ষা খুব ভালো হবে। আধ্যাত্মিক ভাব আপনাকে মঠ মিশন ধর্মীয় প্রতিস্ঠানের দিকে নিয়ে যাবে, মানসিক প্রশান্তি লাভ ঘটবে।
মকর :– চাকুরী স্থলে সহ কর্মীর সাথে বিরোধ হতে পারে, অসংযত কথা এড়িয়ে চলুন। ব্যবসা ক্ষেত্রে মিশ্র ফল আশা করতে পারেন। দাম্পত্য জীবন সুখের ও আনন্দময় হবে। পাহাড়ে সপরিবারে ভ্রমনে যেতে পারেন। মানসিক উৎফুল্লতা থাকবে।
কুম্ভ :– ব্যবসায় আর্থিক লেনদেন একটু বুঝে করুন। পরীক্ষার্থীদের দের পড়াশুনা ও পরীক্ষা খুব ভালো হবে। মানসিক চাপ এতটাই থাকবে যে মাঝে মাঝে কাঁদতে ইচ্ছে করবে। সন্তানের ঝামেলা নিজের কাঁধে চাপিয়ে সমাধানের পথ খুঁজবেন।
মীন :– ব্যবসায় মোটামোটি ভালোই চলবে, দাহ্য বস্তু থেকে সাবধান। মধুচন্দ্রিমায় সমুদ্র সৈকতে বেড়াতে যেতে পারেন ছাত্র-ছাত্রী যারা তাদের উচ্চ শিক্ষায় মুক্ত বিশ্ববিদ্যালয়ে এম এ ও সমতুল্য শিক্ষা গ্রহন করতে পারেন।
— শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here