মেষ:–বিধর্মী বিবাহে নিজের মানসিক ক্ষতি। ব্যবসায়িক দিকে সাফল্য লাভ আসবে। প্রোমোটারির ব্যবসা তে নতুন কোন পার্টনার আসলে আখেরে লাভ আপনার। কর্মযজ্ঞে নেমে হেরে যাবার লোক আপনি নন, সর্বাঙ্গ সুন্দর করে কাজটিকে সাফল্য মন্ডিত করবেন।
বৃষ :– পরিবারিক দিকে সাবধান, তৃতীয় জনের উপস্থিতি জীবনের শান্তি বিঘ্নিত করবে। নতুন কর্মে নিয়োগ পাবেন, সরকারী বা আধাসরকারি ক্ষেত্রে চাকুরী হবে। নিজের বাড়ী তৈরী করার পরিকল্পনা কোন স্বহৃদয় বন্ধুর পরামর্শে সাফল্য পাবে। যতই অসুবিধা আসুক না কেন সমস্যা সমাধানে নিজেকে ঠিক রাখুন শিক্ষাক্ষেত্র থেকে সরে আসবেন না।
মিথুন :– সদ্য যুবা যারা তারা বাইক বা চার চাকার গাড়ী সাবধানে চালাবেন নচেৎ নিজের ও অন্যের প্রান সংশয় ঘটতে পারে। গাড়ির ব্যবসায়ী বা গাড়ী ব্যবসার সাথে জড়িত মোহরারদের আর্থিক সাফল্য বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার জন্য বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। প্রযুক্তি বিদ্যায় সাফল্য পাবেন।
কর্কট :– বিশিষ্ট ব্যক্তিত্ত্বের সান্নিধ্যে এসে নিজেকে ধন্য মনে করবেন। জীবনের স্মৃতির পাতায় তোলা থাকবে অবিস্মরণীয় ভাবে। শিল্পী হিসাবে স্বীকৃতি পাবেন, অর্থ কষ্ট কেটে যাবে। নিজের অর্থে নিঃস্বার্থ ভাবে কাউকে সাহায্য করতে পারেন। শিক্ষা ক্ষেত্রে শুভ।
সিংহ :– বাগিচা ফসল ফলিয়ে বা আনাজ চাষ করে জাতক খুব ভালো আর্থিক দিকে উন্নতি করতে সক্ষম হবেন। ব্যবসায়িকদের বিশেষ করে বস্ত্র ব্যবসায়ীদের আর্থিক সৌভাগ্য লাভ ঘটবে। ছাত্র ছাত্রীদের পরীক্ষা ভালো হবে।
কন্যা :– ধর্মে কর্মে মতিগতি আনতে তীর্থে তীর্থে ভ্রমণ করতে ও সদগুরুর খোঁজে সপরিবারে বেড়িয়ে পড়তে পারেন। সন্তানের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে আর্থিক দায়ের জন্য দুঃশ্চিন্তার ছাপ মনে ও মুখে পড়বে। বিবাহের পাত্রপাত্রী দেখা শোনা করার ব্যাপারে বয়স্ক গুরুজনদের উপর ছেড়ে দিন। কম্পিউটার প্রযুক্তি নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের চাকুরির সুযোগ আসতে পারে।
তুলা :– চাকুরীপ্রার্থীরা চাকুরীর নিয়োগ পত্র হাতে পেতে পারেন। শিক্ষকতার চাকুরী হওয়ার সুযোগ বেশী। কুকুর বেড়াল জাতীয় প্রানী থেকে সাবধান। সন্তানের প্রতি নজর দিন, আপনার ক্ষতির জন্য তাকেই লক্ষ্য বানাতে পারে, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের একটু মনোযোগী হওয়া উচিত।
বৃশ্চিক :– জমি বাড়ী ক্রয় করতে একটু ধৈর্য্য ধরুন কাগজ পত্র ভালো করে দেখুন বা উকিল বাবুর পরামর্শ নিন। সামান্য ভুলে আইনি সমস্যায় জড়িয়ে যাবেন পরের কথায় নাচবেন না, সহজ সরল মন নিয়ে আপনি সকলের সাথে মেলা মেশা করতে ভালবাসলেও কিছু কুচুটে লোক থাকবে যারা আপনাকে ঈর্ষা করবে।
ধনু :– গুরুজন বাক্য আপাত খারাপ লাগলেও ভবিষ্যৎ এ বুঝবেন যখন, তখন শোধরানো সম্ভব নাও হতে পারে। গুপ্ত শত্রু আশেপাশে ঘুরঘুর করছে বন্ধুর ছদ্মবেশে যে কোন সময় মারাত্মক ক্ষতি সাধন করতে পারে। ছাত্রছাত্রীরা একটু মনদিয়ে শুধু পাতা উল্টিয়ে চোখ বুলিয়ে যাও পরীক্ষা অবশ্যই ভালো হবে।
মকর :– ভাইবোনের পুরোনো মনোমালিন্য মিটে যাবে। পারিবারিক সুসম্পর্ক বৃদ্ধি পাবে। চাকুরীর নতুন নিয়োগ পত্র হাতে পেতে পারেন। নিজের ব্যক্তিত্ত্ব ফুটিয়ে তুলতে আপনার ভলো কাজ গুলো সকলের সামনে আনুন এবং সেই ভালো কাজের সুবাদে আপনার পরিচিতি সাধারণের মনে দাগ কাটবে।
কুম্ভ :– রং বাহারী ফুলের বাগান করে বা বাড়ীর ছাদে টবে ফুলের চাষ করতে পারেন। সংগীত জগতে যারা আছেন তাদের সুনাম ও যশ বৃদ্ধি হবে। চাকুরীতে আর্থিক উন্নতি ঘটবে, গৃহ নির্মাণ সম্ভব, ঠিকাদারী কারবারে যুক্ত ব্যক্তি আর্থিক দায় নিয়ে কর্মে পিছিয়ে আসতে পারেন। পশু পালন কীট পতঙ্গ পালন যারা করেন তাদের আর্থিক উন্নতি ও স্থায়িত্ব বেড়ে যাবে। শিক্ষা ক্ষেত্র শুভ, পরীক্ষা ভালো হবে।
মীন :– গুপ্ত শত্রু পিছনে দুর্নাম রটাবে। আর্থিক উন্নতির জন্য জন্মভূমি বা দেশ বাড়ী ছেড়ে দূরে কোথাও চাকুরী বা ব্যবসায়ে চলে যেতে পারেন। স্ত্রী ভাগ্যে ধন উপার্জন সম্ভব হবে। সন্তান ভাগ্য ভালো। সন্তানের জন্য পিতা মাতা হিসাবে গৌরবান্বিত হতে পারেন। বাড়িতে আত্মীয় কুটুম আগমনে আনন্দে দিন গুলি কাটাবেন। ছাত্র ছাত্রীরা একটু মন দিয়ে বই দেখে যাও ফল ভালো হবে।