দৈনিক রাশিফল : ১৪/১২/২০১৯

মেষ :– ভুল করে কাছের মানুষকে দূরে সরিয়ে নিজের লোককে পর করবেন। শত্রুকে মিত্র ভাববেন নিজের ভালোমন্দ বোঝার উপলব্ধি থাকবেনা, যখন ভুল ভাঙবে তখন শোধরানোর জায়গা থাকবে না তাই সাধু সাবধান। ব্যবসায়িক সাফল্য তেমন না হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। ছাত্রছাত্রীরা একটু মনোযোগী হলে রেজাল্ট ভালো করবে।
বৃষ :– নিজের ক্ষতি নিজেই করবেন, চাকুরীর লোভে কয়েক লক্ষাধিক টাকা দালালের হাতে তুলে দেবেন না, চাকুরী পাবেন না টাকা ও ফেরৎ পাবেন না। আর্থিক দিক মোটামুটি শুভ। আলুর বা চাউলের হোলসেল ব্যবসায় খুব লাভবান হবেন। ছাত্র-ছাত্রীদের রাজনীতিতে নামার সু্যোগ আসবে।
মিথুন :– ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে দেশী বা বিদেশী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। ব্যবসায়ের গতি বাড়াতে মেনেজমেন্ট শিক্ষাক্রমে পড়াশুনা করতে পারেন। চাকুরিজীবিদের আর্থিক দিক শুভ। নতুন কোন গৃহাদি নির্মাণে আর্থিক চাপ বৃদ্ধি পাবে।
কর্কট :– আর্থিক দিকে বহু অর্থঅপচয়, ব্যবসায়ীদের অর্থ সমাজ কল্যাণে লাগিয়ে নিজেকে একটু হাল্কা মনে করবেন। রাজ্যের বাইরে কাজ করতেযেতে পারেন। চাকুরিজীবিদের বদলীর সম্ভবনা প্রবল।
সিংহ :– যত আয় তত ব্যয়, অতএব চিন্তার কারন নেই। সকল দিকের সমতা থাকবে। কার্যক্ষেত্রে নিজের আধিপত্য বজায় রাখতে সচেষ্ট হবেন। সকলের ভালোবাসা আপনাকে মুগ্ধ করবে। ব্যবসায়ে সাফল্য আসবে।
কন্যা :– অনেক মন মুগ্ধকর কথা প্রেমিকের কাছে শুনলেও নিজেকে উজাড় করে ধরা দেবেন না, ঠকে যেতে পারেন। কাজ পাইয়ে দেবে বলে কোন দালালকে টাকা কড়ি দিলে কাজও পাবেননা টাকাও ফেরৎ পাবেন না। একুল ওকুল দুকুল যাবে। কাজ নিজের চেষ্টাতে পাবেন।
তুলা :– নানা বাধা বিঘ্ন, নায্য প্রাপ্তিতে বাধা হলেও সবটা না পেলেও কিছুটা পাবেন। ভাইভাই একটু মনোমালিন্য ঘটতে পারে। স্ত্রীর শারীরিক দিক মোটেও তেমন ভালো যাবে না। আর্থিক দিকে একটু টান থাকবে ব্যয় ভাব বেশী। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি ঘটবে।
বৃশ্চিক :– দূর ভ্রমণে একটু অসুবিধায় পড়তে পারেন বা ভ্রমণ সূচী পরিবর্তন /বাতিল করতে পারেন। অর্থ অপচয় ঘটবে যা আপনাকে মেনে মানিয়ে নিতে হবে। দাম্পত্য সুখ থাকবে। চাকুরীক্ষেত্রে আপনার নতুন বন্ধু পাবেন। ব্যবসায় ভালো চলবে।
ধনু :– অনেক কষ্টে ডাক্তার বদ্যি করে সন্তান লাভ হবে, পরিবারে আনন্দের জোয়ার আসবে। আর্থিক ব্যয় বৃদ্ধি পাবে। কাজের সূত্রে বাইরে দূরে পোস্টিং পাবেন। সরকারী চাকুরীজীবি দের আর্থিক দিক শুভ। প্রেমপ্রীতি শুভ।
মকর :– পরকীয়া প্রেমে ফেঁসে সন্মান হানি হতে পারে সাবধান হওয়া বাঞ্ছনীয়। আর্থিক উন্নতিতে বাধা ভাব কেটে যেতে পারে, ঠিকাদারি কারবার খুব ভালো চালাতে পারবেন। ব্যবসায় লগ্নি করা সঠিক সিদ্ধান্ত, শেয়ার বাজার ভালো ফল দেবে। পড়াশুনা ভালো হবে।
কুম্ভ :– খাদ্য খাবারে বিষাক্ত কিছু মিশতে পারে ফলে পেটের তীব্র যন্ত্রনা ভোগ করতে হতে পারে। নদী বা সমুদ্রে স্নান করতে গেলে ভালো সাঁতার জানা দরকার নচেৎ বিপদের সম্ভাবনা বেশী।পরিবারিক দিক শুভ। কসমেটিক্স ব্যবসায় জাতক উন্নতি করতে সক্ষম হবেন।
মীন :– সন্তানের সংগে মনোমালিন্যে খুব মানসিক কস্ট পাবেন, অবশ্য পরে সব ঠিক হয়ে যাবে। অর্থ কষ্ট থাকবে। এরই মধ্যে সব কিছু চালিয়ে নিতে হবে। ব্যবসা বাণিজ্যে অর্থ লগ্নি করে দেরিতে হলেও সুফল পাবেন। ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় একটু মনোযোগী হতে হবে।
— শ্রী সঞ্জয়, ফোন:9932232291.

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here