
লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.
মেষ :–নানা দিকের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিজের মেজাজ হারিয়ে ফেলতে পারেন সাবধানে কথাবার্তা বলুন খুব বেশি উত্তেজিত না হওয়াই শ্রেয়।ব্যবসা-বাণিজ্যে অর্থ লগ্নি করতে পারেন শেয়ার বাজারে এখনই খুব বেশি লগ্নি করবেন না।কর্মক্ষেত্র ও আর্থিক দিক উভয়ই শুভ। ছাত্র-ছাত্রীদের শিক্ষার দিকটাও শুভ।
বৃষ :–প্রাতঃভ্রমণে যারা বের হন তারা সাবধান হবেন চোর ডাকাত বা ছিনতাইবাজের হাতে পরতে পারেন। নিয়মিত শরীরচর্চা ও যোগ অভ্যাস শারীরিক ও মানসিক দিক সুস্থ রাখবে। আপনার গুরু গম্ভীর ভাব আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে। কর্ম ক্ষেত্রে নানা জটিলতা কাটিয়ে নিজের জায়গা তৈরি করে নিতে সক্ষম হবেন। আর্থিক দিক শুভ পারিবারিক দিক শুভ।
মিথুন :–ঘটনাপ্রবাহ যেদিকেই যাক না কেন আপনি আপনার কাজে অবিচল থাকুন, পারিবারিক দিকে নানা সমস্যা থাকলেও দাম্পত্য সুখের বিঘ্ন হবে না। সন্তানের শিক্ষার ব্যাপারে দুশ্চিন্তা থাকতে পারে। উচ্চশিক্ষার ব্যাপারে অর্থ জোগাড়ের একটা চেষ্টা করতে পারেন। আয় ব্যয়ের সমতা থাকবে। ব্যবসাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে চাপ থাকলেও তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
কর্কট :–ঘনিষ্ঠ বন্ধু বা বান্ধবী কে খুব বেশি বিশ্বাস করে ঠকতে পারেন, আপনার সঙ্গে ঘনিষ্ঠ ছবি তুলে আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে। সাবধানে মেলামেশা করুন এবং বন্ধুর অভিসন্ধি বোঝার চেষ্টা করুন। ব্যবসায়িক দিকে কাজের চাপ সামলিয়ে নিজেকে পরিবারের জন্য কিছু সময় দিতে সক্ষম হবেন।
সিংহ :–রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পেতে পারে কূটকৌশলে দলীয় কোন্দল মিটিয়ে ফেলতে সক্ষম হবেন। নতুন ভোটার যারা তারা তাদের গণতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করে মানসিকভাবে আজ আনন্দ পাবেন। ব্যবসা ক্ষেত্রে সাফল্য পেতে নতুন কিছু পদ্ধতি প্রয়োগ করতে পারেন যারা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন তারা নিজস্ব ব্যবসায়ে নিজেদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারেন।
কন্যা :–কারো সাথে অহেতুক কোন রাজনৈতিক তর্ক বিতর্কে যাবেন না সামান্য কথা কাটাকাটি বহুদূর পর্যন্ত জল গড়াতে পারে। কর্মক্ষেত্র ছোটখাট সমস্যা থাকবে, সহকর্মীদের অসহযোগিতা আপনাকে পীড়া দেবে। সামনে পরীক্ষার রেজাল্ট যাদের বের হবে তারা দুশ্চিন্তা করবেন না রেজাল্ট ভালো আশা করতে পারেন।
তুলা :–কাজের গতি বৃদ্ধি করতে আরও কিছু কর্মী নিয়োগ করুন সুফল পাবেন। ঠিকাদারি কাজের দ্রুত কাজ সুসম্পন্ন করার চেষ্টা করুন, ভবিষ্যতে আরো বড় বড় টেন্ডার ধরার সুযোগ পাবেন। দীর্ঘদিন পড়াশোনার সঙ্গে সম্পর্ক চুকে গেলেও বর্তমানে নিজের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করার জন্য মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার চেষ্টা করতে পারেন।
বৃশ্চিক :–উত্তর ভারত বা পশ্চিম ভারতের দিকে কর্মসংস্থানের জন্য চলে যেতে পারেন। হনুমান বাঁদর ও পাখির হাত থেকে গাছের পাকা ফল রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারেন যাতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট না হয়। নিজের ক্যারিয়ার গঠন করার জন্য কর্মরত কোম্পানি ছেড়ে অন্য কোন কোম্পানিতে চাকরি গ্রহণ করতে পারেন। শিক্ষা ক্ষেত্র শুভ ভবিষ্যত উজ্জ্বল।
ধনু :–দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি হিসেবে পূর্বেই কর্মপন্থা সমাধান করে রাখতে পারেন, দুর্মুখ ব্যক্তিও আপনার সুনাম করতে বাধ্য হবে। নিজের শরীরের দিকে লক্ষ্য নজর রাখুন হঠাৎ করে গরমে মাথা ঘুরে পড়ে যেতে পারেন স্ট্রোক হয়ে যেতে পারে, চিকিৎসকের পরামর্শ নেয়ার চেষ্টা করুন। যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসবেন তাঁরা আর একটু মনোযোগী হওয়ার চেষ্টা করুন।
মকর :–দাম্পত্য কলহে দুজনে আলাদা থাকতে পারেন মান-অভিমানের পালা চলবে, তবে সন্তানদের মুখের দিকে চেয়ে এমন কিছু করবেন না যা হঠকারী সিদ্ধান্ত হতে পারে। কর্মক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষের নানা গাফিলতি আপনার চোখ এড়িয়ে যাবে না, আপনি ভুল ধরার চেষ্টা করলে বিপদে পড়তে পারেন।
কুম্ভ :–ছুরি-কাঁচির সুঁচ সেফটিপিন প্রভৃতি ছোট শিশুর হাতের কাছাকাছি বা নাগালের মধ্যে যেন না থাকে, হটাৎ কোন দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। বাগান বা সবজি খেতে বিষাক্ত সাপ কীট প্রভৃতি দংশন করতে পারে সাবধান হওয়া বাঞ্ছনীয়।
মীন :–হাজার কাজের মধ্যে ব্যস্ত থেকেও মানুষের উপকারের জন্য আপনি সদাসর্বদাই ছুটে বেড়াবেন। আধ্যাত্মিক জ্ঞান ও চেতনার জন্য মঠ মিশন প্রভৃতি জায়গায় যেতে পারেন। যারা লেখক তারা বর্তমান সামাজিক পরিস্থিতির উপরে লেখা লিখে আলোড়ন তৈরি করতে পারেন,নানা সমালোচনার মুখে সেই লেখার বাস্তবতা নিয়ে আলোচনা হবে।