দৈনিক রাশিফল : ১৮/০৫/২০২০

লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.

মেষ :–ধর্মীয় বা রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে কিন্তু কারো প্ররোচনার ফাঁদে পা দেবেন না। অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করার জন্য ছোটখাটো ব্যবসা খুলতে পারেন। চাকুরীজীবীদের আর্থিক দিক শুভ। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন একটু মনোযোগী হলে ভালো ফল আশা করতে পারেন।
বৃষ :–তর্কবিতর্কে বেশি না যাওয়াই ভালো। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাবে ভাইদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। হাত খরচ ও শখ মেটাতে সৌখিন জীবজন্তুপশুপাখির ব্যবসা করতে পারেন। ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে শুভ হলেও মানসিক চাপ থাকবেই।
মিথুন :–স্কুলে পার্শ্বশিক্ষকতা যারা করছেন তাদের প্রাইভেট টিউশনি বেড়ে যাবে। তীব্র গরমে শারীরিক দিকে ভালোভাবে নজর রাখুন নচেৎ কঠিন কোন পীড়ায় পড়ে যেতে পারেন, প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানীয় জল গ্রহণ করুন। বিবাহের দিন ক্ষণ পিছিয়ে যেতে পারে।
কর্কট :–অবসরকালীন পেনশন পেতে দেরি হবে, হাত খরচ চালাবার মতো ছোটখাটো ব্যবসা করতে পারেন। সহজশর্তে সরকারি ঋণ গ্রহণ করতে পারেন, শেয়ারবাজারে লগ্নি করে লাভবান হবেন। উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
সিংহ :–সারাদিন আকাশ মেঘলা থাকবে গুমোট গরমে শরীর অসুস্থ হয়ে উঠতে পারে।ঝড়ে ফসলের ক্ষতির সম্ভাবনা প্রবল। দাম্পত্য জীবনে একে অপরের পরিপূরক সেটা মানসিক ভাবে উপলব্ধি করবেন। আলু পেঁয়াজ ও অন্যান্য আনাজের ব্যবসায় ভালো রোজগার করতে সক্ষম হবেন। ছাত্র-ছাত্রীদের শিক্ষাকেন্দ্র শুভ।
কন্যা :–কোন শৈল শহরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। লকডাউন এর জন্য বিভিন্ন পরিকল্পনা বারংবার বাতিল হতে পারে। সরকারি কন্ট্রাক্টর যারা তারা মোটা টাকার টেন্ডার ধরতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য আসবে আর্থিক দিক শুভ। যারা রিসার্চ বা পিএইচডি করছেন তারা সফল হবেন।
তুলা :–মন্দভাষী বা কটু ভাষী লোকের কাছ থেকে দূরে থাকবেন, অন্যের উপকার করতে গিয়ে নিজের দুর্নাম ডেকে আনতে পারেন। মাদক সেবন নিবারণের ব্যবস্থা করে অনেকের পরিবারের কাছে আদর্শ মানুষ হিসেবে গণ্য হতে পারেন।
বৃশ্চিক :–তরল তেলজাতীয় পদার্থের আপনি ব্যবসা করে ভালো লাভবান হবেন। দাম্পত্য কলহ থেকে দূরে থাকুন, কলহের প্রভাব সন্তানের উপরে পড়তে পারে। পরীক্ষার রেজাল্ট কি হবে তাই নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই, প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করে সাফল্য লাভ করবেন।
ধনু :–ভারী যানবাহনের ব্যবসা করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী স্বীকৃতি লাভ করবেন, বিশেষ করে সরকারি ট্যাক্স প্রদান করে সু নাগরিকত্বের পরিচয় দিতে সক্ষম হবেন। বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত তারা আমদানি-রপ্তানি করে দেশের ও নিজের আর্থিক উন্নতি ঘটাতে সক্ষম হবেন। চাকুরীজীবীদের কর্মোন্নতি ঘটবে।
মকর :–অনেক চিন্তা ভাবনা করে ছোটখাটো ব্যবসার একটা পরিণত রূপ দিতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রের চাপ ও ঝুটঝামেলা সামলাতে সক্ষম হবেন। পারিবারিক ও দাম্পত্য জীবন সুখের হবে। পড়াশোনার ফাঁকে হাতের কাজ কিছু শিখতে পারেন,পড়াশোনার খরচ ও হাত খরচের মতন ছোট খাটো রোজগার এসে যাবে।
কুম্ভ :–উগ্র মেজাজে প্রতিপক্ষকে ভয় দেখিয়ে আপনার কাজ হাসিল নাও করতে পারেন উল্টে শত্রু বৃদ্ধির সম্ভাবনা থেকে যাবে। গুপ্ত শত্রুর চক্রান্তে আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল। দাম্পত্য জীবন সুখের হবে। শরীরে শর্করা বৃদ্ধিতে নানা রকম রোগের উপসর্গ দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
মীন :–মানুষকে বিশ্বাস করে ঠকেছেন এখন থেকেই সাবধানতা অবলম্বন করুন। মানসিক অবসাদ ও অলসতা ত্যাগ করুন সকল কাজে সফলতা আসবে। সেবামূলক কোন কাজের ট্রেনিং থাকলেই বা নার্সিং ট্রেনিং থাকলে চাকরির সম্ভাবনা প্রবল। শিক্ষাক্ষেত্র আপাত শুভ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here