
লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.
মেষ :–আপন স্বার্থে আঘাত লাগলে আপনি কাউকে ছেড়ে কথা বলবেন না, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের বনিবনা না ঘটার ফলে আলাদা ভাবে সংসার পাতার চেষ্টা সফল হবে। জয়েন্ট এন্ত্রন্স এ চান্স পাওয়ার জন্য আপনার নিরলস খাটনি অব্যাহত থাকবে।
বৃষ :–মিষ্টি জাতীয় খাদ্য খাবার কম খাবেন। সারাদিন আনন্দ আর খুশিতে দিনটা কাটবে, ব্যবসা সংক্রান্ত কাজে কর্মচারী নিয়োগ করতে হতে পারে , সরকারি কর্মচারীদের কাজের চাপ আরও বৃদ্ধি পাবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে একটু অগোছালো ভাব থাকবেই।
মিথুন :– আধ্যাত্বিক চিন্তাভাবনা আপনাকে আরও সমৃদ্ধ করবে, শান্তির পথ খুজতে ঐশ্বরিক চিন্তাভাবনা আপনাকে দার্শনিক করে তুলবে। শ্রীকৃষ্ণ লীলা প্রসঙ্গ আপনাকে ভাবিয়ে তুলবে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে। চাকুরী ক্ষেত্রে শুভ। ছাত্র ছাত্রীরা পড়াশোনায় একটু অমনোযোগী হয়ে পড়বেন।
কর্কট :–বন্ধু-বান্ধবদের সঙ্গে সারাটা দিন হই হই করে কেটে যাবে আনন্দ খুশিতে মনের ব্যথা যন্ত্রণা গ্লানি ভুলে যাবে। কর্মসূত্রে যারা বাইরে আছেন তাদের নানা ভাষা নানা মত হলেও করোনা ভাইরাসের থাবায় এক হয়ে যাবে। আজ নতুন কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে পরিচয় হতে পারে।
সিংহ :– করোনা র বিপদ ডেকে আনবেন ন,সরকারি কাজে নিযুক্ত যারা তাদের সাহা্য্য করুন। ব্যবসা-বাণিজ্য খুবই ভালো চলবে। বহু দিনের বন্ধু সঙ্গে মন কষাকষি আজ মিটে যেতে পারে। ছুটির দিন হিসেবে সমুদ্র সৈকতে বেড়াতে যেতে পারেন।
কন্যা :– কোন ধর্মীয় মঠ বা মিশনে দান করার জন্য মানস্থির করতে পারেন।ঈশ্বরে ভক্তিভাব আপনার নতুন জীবন গঠন করতে সাহায্য করবে। পারিবারিক জীবনে সুখশান্তি নেমে আসবে, দাম্পত্য জীবন সুখের হবে। হঠাৎ করে লটারি বা ফটকা খেলায় আর্থিক উন্নতি ঘটে যাবে।
তুলা :–আপনার সহজ সরলতার সুযোগ নিয়ে মনের দুর্বল জায়গায় আঘাত করতে পারে,কাছের মানুষকে আপনার মনের দুর্বল জায়গাটা খুলে মেলে ধরবেন না। প্রেম প্রীতি মোটামুটি শুভ বলা যায়। আর্থিক চাপ থাকলেও তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। খাদ্য খাবারের ব্যবসা খুব ভালো চলবে।
বৃশ্চিক :– খেলতে গিয়ে হঠাৎ করে কোনো অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়তে পারেন, সাবধানে খেলুন, কারো আত্মসম্মানে আঘাত করবেন না । হাসপাতাল নার্সিং হোম বা সেবা প্রতিষ্ঠানের সামনে জটলা করবেন না গুরুতর রোগীদের অসুবিধা হতে পারে।
ধনু :–নব দম্পতি বাইরে কোথাও ভ্রমণে যেতে পারেন দিনটা খুব ভালো কাটবে। বয়স্কদের প্রতি খেয়াল রাখবেন হঠাৎ করে অসুস্থ হলে নার্সিংহোম বা হাসপাতালে নিয়ে যেতে হতে পারে। ব্যবসায়িক দিক শুভ ঋণ পরিশোধের পরিকল্পনা নিতে পারেন। গৃহে আত্মীয় কুটুম্বের আগমন না হলেই ভাল।
মকর :–নতুন গৃহনির্মাণের পরিকল্পনা গ্রহণ করতে পারেন, আর্থিক ঋণ নেওয়ার চিন্তাভাবনা বাস্তবায়িত হতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, নিজেদের মধ্যেই চাওয়া-পাওয়ার সামঞ্জস্য রেখে চললেই ভালো। ছাত্র-ছাত্রীদের বই খাতা সঙ্গে সম্পর্ক না থাকাটাই স্বাভাবিক, ভীত হওয়ার কারন নেই।
কুম্ভ :–আপন স্বার্থে আঘাত লাগলে আপনি কাউকে ছেড়ে কথা বলবেন না, শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্কের বনিবনা না ঘটার ফলে আলাদা ভাবে সংসার পাতার চেষ্টা সফল হবে। হোলির রং গায়ে লাগলেও মনে হোলির রং নাও লাগতে পারে। জয়েন্ট এন্ত্রন্স এ চান্স পাওয়ার জন্য আপনার নিরলস খাটনি অব্যাহত থাকবে।
মীন :– খাদ্য খাবার একটু বেশী করে সংগ্রহ করে রাখুন। অযথা ঘরের বাইরে না যাওয়া শ্রেয়। বাইরের কারো সাথে করমর্দন করবেন না। আর্থিক চাপ একটু তৈরি হতে পারে। সন্তান নিয়ে নানা দুশ্চিন্তা হতে পারে। সন্তানের সামনে দাম্পত্য কলহ প্রকাশ না করাই শ্রেয়।