দৈনিক রাশিফল : ২০/১১/২০১৯

মেষ :– যানবাহনে যাতায়াতে বয়স্করা একটু সাবধানতা অবলম্বন করবেন তাড়াহুড়ো না করাই ভালো। আমদানী রপ্তানি কারবারে যারা আছেন তাদের আর্থিক দিকে খুবই উন্নতি ঘটবে। পেশাগত দিকে যারা আছেন তাদের সকলেরই আর্থিক উন্নতি ঘটবে।ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল ভালো হবে।
বৃষ :– গৃহে নতুন অতিথির আগমনে খুশির জোয়ার বয়ে যাবে। প্রেমপ্রীতি মোটামুটি শুভ তবে গুরুজনদের জানিয়ে দিলে ভবিষ্যতে বিপদে পড়তে হবে না।ব্যবসায়ীদের যারা ছোটখাটো ব্যবসা বা পশুপাখি পালন করেন তারা ভালো লাভের মুখ দেখবেন।
মিথুন :– চাকুরী ক্ষেত্র শুভ, নতুন কর্ম নিয়োগ পেতে পারেন। শরীরের দিকে নজর রাখুন যে কোন শারীরিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন। ছাত্রছাত্রীরা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুযোগ পাবেন। যারা টেষ্ট পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষা ভালো হবে।
কর্কট :– কীট পতঙ্গ কুকুর বেড়াল থেকে সাবধান। শারীরিক দুর্বলতা কর্মক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতি সাধন করতে পারে।স্ট্রোক বা হার্ট এ্যাটাক হতে পারে।ব্যবসায়ীদের নিজস্ব প্রতিষ্ঠানে নতুন প্রযু্ক্তি প্রয়োগ করবেন, আমদনি রপ্তানী ব্যবসায় বিশেষ করে মৎস্য রপ্তানিতে ভালো বিদেশী মুদ্রা অর্জন করবেন। শিক্ষা ক্ষেত্রে খুবই শুভ।
সিংহ :– চাউল, ডাল শষ্য রপ্তানিতে ভালো মুনাফা করবেন। সরকারী কর্মচারীদের আর্থিক দিকে উন্নতি পরিলক্ষিত হয়। বিদেশের কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে থাকলে ভর্তির সুযোগ পাবেন। টেষ্ট পরীক্ষা যারা দিচ্ছেন চঞ্চল মনকে শান্ত করুন পরীক্ষা ভালো হবে।
কন্যা :– কারো কাজে বাধা প্রদান না করায় শ্রেয় আইন গত দিকে ফেঁসে যেতে পারেন। স্ত্রী র সাথে সুন্দর সম্পর্ক ও বোঝা পড়া গড়ে তুলুন ভালো হবে। পরিবারে আনন্দ ও উৎসব এর পরিবেশ তৈরী হবে। ব্যবসায়িক দিকে শেয়ার মার্কেটে লগ্নি বৃদ্ধি করতে পারেন, শেয়ার বাজার ভালো উঠবে। পড়াশোনায় একটু মনোযোগী হলে ভালো হয়।
তুলা :– সোনার দাম বাড়বে। স্বর্ণলঙ্কারের ব্যবসা যারা করছেন তাদের আর্থিক দিকে উন্নতি ঘটবে বিবাহ যোগ আছে, যাদের বিবাহের পাকা কথা ও দিন ঠিক করা আছে তাদের বিবাহ ভালো ভাবে সুসম্পন্ন হবে। চাকুরীজীবিদের কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। নিজস্ব ডিগ্রী বাড়াতে নতুনভাবে পড়াশোনা করতে পারেন।
বৃশ্চিক :– আর্থিক দিকে সাফল্য পাবেন। যারা নানা সমস্যায় ভুগছেন তারা একবার জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন, কালসর্প যোগ ও ভৌমদোষ থাকলে তা কাটিয়ে নেয়ার ব্যবস্থা করুন। সন্তানের পরীক্ষার ফল ভালো হবে চিন্তার কারণ নেই। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার জন্য মানসিক চাপ থাকলেও পরীক্ষা ভালো হবে।
ধনু :– হঠাৎ ঠান্ডা গরমে উদর গলা প্রভৃতি রোগাক্রান্ত হতে পারে, সাবধানে থাকা উচিত। প্রেমে সাফল্য লাভ হবে। গুরুজনেরা বিবাহের ব্যবস্থা করবেন ও আন্তরিক ভাবে আপনাদের প্রেমের সম্পর্ক টাকে মেনে নেবেন। চাকুরিজীবিদের কাজের সূত্রে বাইরে যেতে হতে পারে।
মকর :– ঠিকাদারী কারবারের নতুন নতুন টেন্ডার ধরে বড় ব্যবসায়ী হিসাবে সকলের কাছে মর্যাদা পাবেন। দূরাভাষ যন্ত্র ব্যবহারে সাবধান হবেন বিশেষ করে দ্রুত গতি যানবাহনের রাস্তায়। নিজের জীবন টাকে অবহেলা করবেন না। মানসিক হতাশা কাটাতে যোগ অভ্যাস করুন সুফল পাবেন।
কুম্ভ :– ব্যবসায়ীদের আর্থিক চাপ থাকলেও দিনের শেষ দিকে কেটে যাবে ও আর্থিক উন্নতি ঘটবে। চাকুরিজীবিদের উর্দ্ধতন কর্তিপক্ষের সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে।আইনি সমস্যা এড়িয়ে চলুন। ছোট খাট ঘটনা বা পীড়াকে উপেক্ষা বা অবহেলা করবেন না। টেষ্টপরীক্ষা বা বাইরের কোন প্রতিষ্ঠানে ভর্তির জন্য পরীক্ষায় বসলে পরীক্ষা ভালো হবে।
মীন :– জরুরী কাগজপত্র সাবধানে গুছিয়ে রাখুন, দালাল থেকে সাবধান। বিদেশ যাত্রা হতে পারে। নাচ গান বাজনা প্রভৃতি দিকে যারা যুক্ত তাদের কলা কুশলতার নিজস্বতায় ছাপ রাখতে সক্ষম হবেন। চাকুরীজীবিদের কাজের চাপ বাড়লেও তেমন কোন সমস্যা হবে না, ব্যবসায়ীদের আর্থিক চাপ থাকবে ঋণ নিয়ে ব্যবসার পরিধি বাড়াতে পারেন। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেষ্ট দিচ্ছেন তাদের পরীক্ষা ভালো হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here