
মেষ :– রাসায়নিক দ্রব্য সার প্রভৃতি বিক্রয় কেন্দ্র খুলে ভালো লাভবান হবেন, ব্যবসাক্ষেত্রে মোটা অংকের ঋণ নিতে হতে পারে। পারিবারিক দিকে সুখ শান্তি বিরাজ করবে। সন্তানের শিক্ষার ব্যাপারে গৃহ শিক্ষক নিয়োগের চিন্তাভাবনা করবেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে পারেন।
বৃষ :– অধ্যাপনা সূত্রে বিদেশ যাত্রা করতে পারেন, বিদেশি মুদ্রায় আয়পয় ঘটবে। মাতৃস্থানীয়া কারো হঠাৎ শারীরিক কোনো অসুবিধা দেখা দিতে পারে চটজলদি হাসপাতাল নেবার চেষ্টা করুন। সাঁতার না জানা বন্ধুর সঙ্গে কোন পুকুর বা জলাশয়ে নামবেন না, সাংঘাতিক কোন বিপদ
ঘটে যেতে পারে। মাধ্যমিকের ছাত্রছাত্রীরা নিজেরা পড়াশোনা একটু মন দিয়ে কর।
মিথুন :– পাত্র বা পাত্রীর বাড়ি থেকে বিবাহের প্রস্তাব আসতে পারে। সন্দেহবাতিক মানসিকতা দূরে সরিয়ে রাখুন ভবিষ্যতে ক্ষতি হতে পারে। নব দম্পতিরা ভ্রমণে যেতে পারেন, শৈল শহরের মধুচন্দ্রিমা ভাল কাটবে। ইট বালি সিমেন্ট এ-র ব্যবসায় ভাল চলবে। আর্থিক দিক শুভ।
কর্কট :– অসৎ উপায়ে রোজগারের চিন্তা ছেড়ে সঠিক পথে চলার চেস্টা করুন তাতে শান্তি পাবেন ও নির্ঝঞ্ঝাট জীবন যাপন করতে পারবেন। আর্থিক দিক শুভ।নিজের এলাকায় নেতৃত্ব দিয়ে সকলের মন জয় করতে পারবেন। কর্মক্ষেত্রে নানা সমস্যা সহকর্মীর সহযোগিতায় সমাধান করতে সক্ষম হবেন। ছোটদের শিক্ষার দিকে অভিভাবকরা একটু সতর্ক দৃষ্টি রাখুন।
সিংহ :– শুধু তান্ত্রিক ওঝা দিয়ে সব কাজ হয় না, মানসিক দুশ্চিন্তা এবং মানসিক বৈকল্য থেকে রক্ষা পেতে চিকিৎসকের পরামর্শ নিতে হয়। কারবারের উন্নতির জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রয়োগ করুন। বিবাহের পূর্বে উভয়ের রক্ত পরীক্ষা করে নেবেন নচেৎ ভবিষৎএ সন্তানের ক্ষতি হতে পারে আর্থিক দিক খুবই শুভ।
কন্যা :– অনেক কথা মনের মধ্যে ঘুরপাক খেলেও সকলের কাছে তা আপনি ব্যক্ত করতে পারবেন না। অনেকেই আপনাকে হেয় করার চেষ্টা করতে পারে। পারিবারিক দিকে কেউ আপনাকে সামান্য সাহায্য করে জমি বাড়ি লিখে নেবার চেষ্টা করতে পারে, সাবধানে অর্থ লেনদেন করবেন। ছাত্র-ছাত্রীদের শিক্ষার উন্নতির জন্য হাতের কাজ শিখে নিয়ে কাজের জন্য ভাবতে পারেন।
তুলা :– নারকেল বা সুপারি গাছের মতন লম্বা গাছে ওঠার চেষ্টা করবেন না, বন্ধুদের সঙ্গে গাছে ওঠার চ্যালেঞ্জ করবেন না। আপনি আপনার এলাকায় রাজনৈতিক নেতৃত্ব দান করতে পারেন। কারবার ছোট করে গঠন করুন কিন্তু ভুল করেও কোনো মহাজনের কাছে অর্থ ঋণ নেবেন না। ছাত্র-ছাত্রীদের যারা স্নাতক স্তরে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ পড়াশোনা করছেন তারা রাজনীতির হাতেখড়ি নিতে পারেন।
বৃশ্চিক :– নিজের ঘরের শত্রু কে আগে দমন করার চেষ্টা করুন, আপনার জ্ঞাতিশত্রুই সবচেয়ে বড় শত্রু। ঠিকাদারী ব্যবসায় অর্থ লগ্নি করতে পারেন, জমি বাড়ির দালালি যারা করেন তাদের আর্থিক ক্ষেত্রে শুভ। কর্মক্ষেত্রের দূরে কোথাও বদলি হতে পারেন, কর্মস্থান শুভ। পাইপ লাইনের কাজ যারা শিখেছেন তারা সৌদি আরবের দিকে পশ্চিম এশিয়ায় কাজ পেতে পারেন।
ধনু :– গাছপালা লাগানোর মানসিকতা আপনাকে নতুন বাগান তৈরি করতে করবে ছোট নার্সারির ব্যবসা ও খুলতে পারেন। ডাল শস্য তৈল বীজের হোলসেল ব্যবসায় অর্থ লগ্নি করতে পারেন, নতুন কর্মচারী কাজের ক্ষেত্রে নিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রের ছোটখাটো সমস্যার সমাধান করতে পারেন। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে খুবই শুভ।
মকর :– গ্রামে গঞ্জে শয়্যাল গান গেয়ে নাম করবেন, শীতলা মায়ের পূজা পার্বণে ভক্তি ভাবের উন্মেষ হবে। ধৈর্য ধরে কোন কাজের পিছনে লেগে থাকলে ধীরে ধীরে আপনার সাফল্য লাভ হবেই। ব্যবসার সূত্রে ভিন রাজ্যে চলে যেতে পারেন, নানা কাজের সুলুক সন্ধান পেতে পারেন। ছাত্র ছাত্রীরা তথ্য প্রযুক্তির কাজ শিখতে পারেন ভবিষ্যতে কর্মসংস্থান হতে পারে।
কুম্ভ :– রাজনীতিতে জড়িয়ে গোষ্ঠী কোন্দলের শিকার হতে পারেন, গুপ্ত শত্রু আপনাকে অপমান করার সুযোগ খুঁজবে।কর্মস্থলে সহকর্মীর সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে। বহুদিনের ব্যবসা লোকসান খাওয়ার ফলে বিক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন। প্রযুক্তি বিদ্যার ছাত্রছাত্রীরা রেল বা কেন্দ্রীয় সরকারি কোম্পানি তে প্রযুক্তিবিদ হিসেবে কাজে যোগদান করতে পারেন।
মীন :– কাজের গতি বাড়াতে নতুন নতুন প্রযুক্তির সাহায্য নিতে পারেন,ব্যবসায়িক স্বার্থে বন্ধুকে অর্থ ঋণ হিসেবে দিতে পারেন।ঘোলা জলে মাছ ধরার চেষ্টা না করাই ভালো, অসম্মানের পাঁক গায়ে তো লাগবেই। দাম্পত্য কলহ মিটিয়ে ফেলার চেষ্টা করুন, সন্তানের মনে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে।
— শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.