দৈনিক রাশিফল : ২২/১২/২০১৯

মেষ :– দুষ্ট লোকের দ্বারা আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল। গুপ্ত শত্রু দ্বারা দুর্নাম রটনা হতে পারে। শিল্পের সঙ্গে জড়িত শিল্পী ও ব্যবসায়ীরা লাভবান হবেন। দূরে বসবাসকারী আত্মীয় বন্ধুর বিপদে অর্থ পাঠিয়ে সাহায্য করতে পারেন।ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে একটু মনোযোগী হলে ভালো হয়।
বৃষ :– কুম্ভ মেলা বা গঙ্গাসাগরে ভ্রমণে যেতে পারেন। নিজ দায়িত্ত্ব নিয়ে কাজ করার জন্য সকলের কাছে খুবই সুনাম ও যশ বৃদ্ধি পাবে। রাজ্যের বাইরে কাজের সুযোগ পাবেন, বৃহৎ বাণিজ্য সংস্থায় বা কোম্পানিতে কাজের সুযোগ আছে। ঘনিষ্ঠ কারো দ্বারা কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ আসবে। ব্যবসায়িক দিকে নানা চাপ আপনাকে ব্যতিব্যস্ত করে তুলবে আর্থিক চাপ ও থাকবে।
মিথুন :– আর্থিক কারণে বন্ধুত্ব নষ্ট করবেন না ধৈর্য্যের পরীক্ষা ভগবান এই ভাবে ই নেন। নিজেকে শান্ত রাখুন। চাকুরিজীবিদের পক্ষে শুভ সময়, ভ্রমণ যোগ আছে। বিদেশে কর্মরত ব্যক্তিগণ ছুটিতে বাড়ী ফিরতে পারেন আত্মীয় বন্ধু সকলের সাথে দেখা সক্ষাৎ করে মানসিক শান্তি লাভ। আর্থিক ব্যয় বৃদ্ধি পাবে।
কর্কট :– পরিবারিক সম্পত্তি দ্রুত ভাগ বাটোয়ারা করে দলিল করে রেকর্ড করুন না হলে পরে নানা সমস্যা সৃষ্টি হবে, মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে মানসিক শান্তি হারবেন। ছাত্র-ছাত্রীদের পক্ষে সময়টা শুভ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন। কাজের সুবাদে বাইরে যেতে পারেন যা ভ্রমণের সামিল হবে।
সিংহ :– বাইক বা কোন যানবাহন সাবধানে চালান, ঝুঁকি নিয়ে কোন তাড়াহুড়ো করবেন না, মন স্থির করে সাবধানে চলুন ও কাজ করুন। ব্যবসায়ীদের ব্যবসা ভালো চলবে বিক্রীবাটা ভালো হবে নগদে কারবার চলবে যা আপনার কাজের মানসিক উৎসাহ বাড়িয়ে দেবে। চাকুরী ক্ষেত্রে একটু চাপ আসলেও তা সামলে নিতে পারবেন। শিক্ষা ক্ষেত্রে শুভ।
কন্যা :– শত্রুর দুর্বল জায়গায় আঘাত করে শত্রুকে বশে আনতে সক্ষম হবেন। দ্রুত উন্নতির জন্য ঋণ করতে না যাওয়াই ভালো ধীরে চলো নীতিতে আস্তে আস্তে কর্মের উন্নতি সাধন করুন। নার্সারী ও ফুলের চাষ করে নিজের ও আরও দশ জনের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবেন। ব্যবসায়িক দিকে সাফল্য লাভের সুযোগ আছে। আর্থিক দিক শুভ।
তুলা :– শেয়ারের ব্যবসায় নামতে পারেন, চাকুরি ক্ষেত্র কর্মক্ষেত্র খুবই শুভ। বয়স্ক পিতা মাতার দিকে নজর দিন হঠাৎ শারীরিক অসুবিধায় পড়লে দ্রুত চিকিৎসকের সাহায্য নিন। ছাত্র-ছাত্রীদের পক্ষে শিক্ষায় উন্নতি ও শিক্ষাক্ষেত্র থেকে চাকুরীর সুযোগ আসবে।
বৃশ্চিক :– প্রযুক্তি বিদদের পক্ষে কম বেতনের চাকুরী হলেও তা করা উচিত হবে কাজ হাতছাড়া না করাই শ্রেয়। ব্যবসায়িক দিকে আর্থিক উন্নতি ঘটবে। আপনার সন্তান কৈশোর ছেড়ে যৌবনে পা রাখলে তার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক রাখুন।বৃদ্ধ মা-বাবার তীর্থ ভ্রমণের ব্যবস্থা করতে পারেন।
ধনু :– রপ্তানি বাণিজ্যে বাইরের রাজ্যের সঙ্গে নতুন করে ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠতে পারে। আই এ এস, আইপিএস বা ইউপিএসসির মত সর্বভারতীয় ক্ষেত্রে চাকুরির প্রতিযোগিতা মূলক পরিক্ষায় বসতে পারেন। বন্ধু আত্মীয় পরিজনের সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে সাবধানে কথা বলাই ভালো।
মকর :– কন্যার বিবাহের প্রস্তুতি নিতে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক মনোমালিন্য ও নানা সমস্যা মিটে যাবে।জমি বাড়ির আইনি সমস্যা দীর্ঘায়িত হবে, আপসে মিটিয়ে নেবার ব্যবস্থা করতে পারেন। দূরশিক্ষা কোন বিশ্ববিদ্যালয় থেকে আপনার শিক্ষার মান বাড়াতে পারে।
কুম্ভ :– রক্তদান শিবির বা সমাজ কল্যাণ মূলক কোন শিবির গঠন করে আপনি ভালো উদ্যোগ গ্রহণ করতে পারেন।সন্তানের শিক্ষার অবনতির জন্য মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। জমির দালালি কন্ট্রাক্টরি ব্যবসা ভালো চলবে।
ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটু মনোযোগী হওয়া প্রয়োজন।
মীন :– জাতীয় স্তরে খেলাধুলার জন্য ভিন রাজ্যে চাকরি পেতে পারেন। পাড়া প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্য কেটে সুসম্পর্ক স্থাপন হবে। পানের রপ্তানি বাণিজ্যে লাভবান হবেন। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন। স্নাতক ছাত্র ছাত্রীরা চাকরির পরীক্ষা মূলক ট্রেনিং নিতে পারেন।
— শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here