
লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.
মেষ :–যারা দৈহিক প্রতিবন্ধী অসম প্রতিযোগিতায় নিজেকে সকলের মাঝে সমকক্ষ করে তুলে ধরতে সক্ষম হবেন। রাজনৈতিক ক্ষেত্রে একজন বলিষ্ঠ প্রতিবাদী মানুষ হিসেবে আপনি সমাজে প্রতিষ্ঠিা লাভ করবেন। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট মজবুত থাকবে। ছাত্রছাত্রীরা কাজের দুনিয়ায় নামার জন্য এখন থেকেই বিভিন্ন চাকরি ক্ষেত্রে আবেদন পত্র পাঠাবার চেষ্টা করুন সফল হতে পারেন।
বৃষ :–বিভিন্ন ধরনের সুমিষ্ট ফলের বাগান লিজ হিসেবে নিতে পারেন, এসকল ক্ষেত্রে অর্থলগ্নি বিফলে যাবেনা। কারবারের লগ্নি বৃদ্ধি করতে বা বন্ধুর সাহায্যে নিকট বাড়াতে মুদ্রা লোনের ব্যবস্থা ব্যাংক থেকে করতে পারেন তাতে লাভবান হবেন। বন্ধুর সাহায্যে ঘনিষ্ঠ আত্মীয়র চাকুরীর সুবন্দোবস্ত করতে পারেন। স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফল ভালো হবে।
মিথুন :–সন্তানের ব্যবসা-বাণিজ্যের জন্য বেকারত্বের জ্বালা দূর করিবার জন্য জমির কিছু অংশ বিক্রয় করিবার মানসিকতা স্থির করতে পারেন। হোটেল রেস্টুরেন্ট ধাবা এই ধরনের খাবারের দোকান যদি আপনি চালাতে পারেন তাহলে আপনার আর্থিক ক্ষেত্রের উন্নয়ন নিশ্চিত।
কর্কট :–ভারী যানবাহন যারা চালনা করেন তারা সাবধানে যানবাহন চালাবেন, যেকোনো নেশার দ্রব্য বা মাদক গ্রহণ না করে গাড়ি চালাবার চেষ্টা করবেন নচেৎ দুর্ঘটনার কবলে পড়তে পারেন। সন্তানের সুনামের জন্য পিতা মাতা হিসেবে গর্ববোধ করতে পারেন।
সিংহ :–বেড়াতে বেরিয়ে বন্ধুদের কাছে নিজের হামবড়াই দেখাতে গিয়ে বিপদের আশঙ্কা আছে, বিশেষ করে নদী বা সমুদ্রের জলে স্নান এর সময় সাবধান হবেন, বন্ধুদের সঙ্গে কোনো চ্যালেঞ্জ নেবেন না বিশেষ করে সাঁতার না জানলে। পারিবারিক সম্পত্তি লাভ হতে পারে। জটিল কোন সমস্যার সমাধান পেতে আইনের হাত ধরে চললেই সুবিধে হবে।
কন্যা :–দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলে অর্থ ঋণ দেবেন না, ডকুমেন্ট থাকলেও ভবিষ্যতে সেই ঋণ ফেরত পাওয়ার আশা নেই। কন্যার বিবাহের জন্য পাত্র পক্ষকে ভালো করে যাচাই করে নিন। দীর্ঘদিন প্রেম করছেন কিন্তু বিবাহের কথাতেই পিছিয়ে যেতে পারে তাই প্রেমের পরিণতি বিবাহ নাও হতে পারে। আংশিক সময়ের চাকুরী পেতে পারেন।
তুলা :–দাম্পত্য জীবনের পারস্পারিক সন্দেহ দূর করুন তাতে দুজনেরই মানসিক শ্রীবৃদ্ধি ঘটবে। রাজনৈতিক কারণে মিথ্যে মামলায় আপনাকে ফাঁসতে হতে পারে সাবধান হবেন। অহেতুক কোন ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কোন সহযাত্রীর কাছ থেকে তরল পানীয় জাতীয় বা কোন খাদ্য খাবার খাবেন না, অর্থ ও সঙ্গের জিনিসপত্র খোয়াতে হতে পারে।
বৃশ্চিক :– হেনস্থা করার মানসিকতা নিয়ে কাউকে কুকথা না বলাই ভালো তাহলে ভবিষ্যতে আপনাকে অনুশোচনা করতে হবে। শিশুদের নাগালের মধ্যে যে কোন বিষাক্ত পদার্থ সে ইঁদুর মারা বিষ বা গাছে স্প্রে করার ওষুধ রাখবেন না, সাবধানে দূরে সরিয়ে রাখুন বিপদ ঘটে যেতে পারে। ধাতু পদার্থের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের আর্থিক দিক শুভ। চাকুরীর জন্য ভিন রাজ্যে যেতে হতে পারে।
ধনু :–হঠাৎ করে শত্রু গিরগিটির মতো রং পাল্টিয়ে আপনার ঘনিষ্ঠ বন্ধু সাজার চেষ্টা করতে পারে, সকল ব্যাপারে সতর্ক দৃষ্টিপাত করুন। আপনার কোনো গরিব আত্মীয়ের কন্যার বিবাহে আপনি দান হিসাবে অর্থ প্রদান করতে পারেন। চাকরির পাইয়ে দেবার লোভ দেখিয়ে আপনার কাছে টাকা হাতাবার চেষ্টা করতে পারে। কম্পিউটারের কাজ জানা ছাত্র-ছাত্রীরা বাণিজ্যিক সংস্থায় চাকরি পেতে পারেন।
মকর :–বেতনভুক কর্মচারী হিসেবে কোন আত্মীয়ের কাছে কাজ করা আপনার পক্ষে সম্মানজনক নয়,অর্থনৈতিক চাপ আপনাকে ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করতে বাধ্য করেছে। এল আই সি বা পোস্ট অফিস এর এজেন্ট হিসেবে ভালো কাজ করে আর্থিক উন্নতি ঘটাতে পারবেন এবং ভালো কাজের জন্য পুরস্কার লাভ করবেন। ছাত্র-ছাত্রীর শিক্ষা ক্ষেত্রে খুবই শুভ,গৃহ শিক্ষকতা করতে পারেন।
কুম্ভ :–বাকচাতুর্যে সমগ্র অশান্ত পরিবেশ কে নিজের মনের মত শান্ত করে আনতে সক্ষম হওয়ায় সকলের কাছে আপনি আদর্শবান পুরুষ হিসেবে উপস্থাপিত হতে পারেন। ঘন ঘন কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা প্রবল। সকল ক্ষেত্রেই আপনি একজন প্রয়োজনীয় ব্যক্তি হিসেবে দরকার হয়ে পড়বে। শিক্ষা ক্ষেত্রে শুভ হলেও মানসিক অস্থিরতা থাকবে।
মীন :– ধার্মিকসন্ন্যাসী মানসিকতার পুরুষ হিসেবে পরিচিতি পাবেন। ব্যবসা বাণিজ্য ভালো চালাতে ব্যবসায়িক চিন্তা ভাবনা আপনাকে বিজনেস ম্যানেজমেন্ট শিক্ষার জন্য উৎসাহিত করতে পারে। আপনি কর্ম চঞ্চল প্রাণচঞ্চল মানুষ কাজ ছাড়া খালি হাতে বসে থাকতে পারবেন না, কিছু না কিছু কাজ যা আপনাকে করতেই হবে।
বি দ্র:–করোনা ভাইরাস থেকে সকলে সাবধান থাকবেন। সরকারি নিয়ম কানুন মেনে চলুন। কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করুন।