দৈনিক রাশিফল : ২৫/১১/২০১৯

মেষ :– ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ব্যবসায়ে লগ্নি করতে পারেন তাতে ব্যবসায়ের শ্রী বৃদ্ধি হবে। শেয়ার মার্কেটে নামতে পারেন তিন টাকা চার টাকা মূল্যের শেয়ার গুলো এখন কিনে রাখতে পারেন যা ভবিষ্যতে মূল্য দেবে। চাকুরিজীবিদের আর্থিক চাপ কমলেও সন্তানের শিক্ষাক্ষেত্রে অর্থ ব্যয় প্রচুর হবে। পরীক্ষার্থীরা ভালো পরীক্ষা দেবে।
বৃষ :– ব্যবসা করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন তা শুভ হবে। আর্থিক ক্ষেত্রে ঋণ নিয়ে ব্যবসায় নামলে সুফল আসবে যে কোন ব্যবসায় নামতে পারেন যা আপনার সাধ্যের মধ্যে বা ক্ষমতার মধ্যে। পরিবারিক দিকে সম্পত্তির বিষয় ভাগবাটোয়ারা নিয়ে ভাই বোনের সাথে তিক্ত বিরোধ হতে পারে।
মিথুন :– বাড়ী জমি বিক্রী করে ফ্লাট করার সিদ্ধান্ত নিয়ে প্রোমোটরের সাথে চুক্তি করতে পারেন। চুন বালি সিমেন্ট বা হার্ডওয়্যারের ব্যবসা শুরু করতে পারেন। ছাত্র-ছাত্রীদের প্রত্যাশিত রেজাল্টের আশা পূরণ হতে পারে। পরীক্ষার্থীরা ভালো পরীক্ষা দেবেন।
কর্কট :– পরস্পরের সহযোগিতায় কর্ম সফল হবে, কলহ এড়িয়ে চলুন, কর্মক্ষেত্রে নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া থাকলে কাজের গতি বেড়ে যাবে। কর্মস্থলে সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের রপ্তানী বাণিজ্যে অধিক মুনাফা লাভের আশা করতে পারেন।
সিংহ :– ব্যবসা-বাণিজ্যে মশলা, চিংড়ি মাছ প্রভৃতির রপ্তানী ভালো মুনাফা দেবে। চাকুরি জীবিদের কর্মক্ষেত্রে বদলীর আদেশ পেতে পারেন পদোন্নতি ঘটতে পারে , আর্থিক উন্নতি ঘটবে। সাবধানে বাইক বা চারচাকা গাড়ি চালাবেন। ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ভালো হবে।
কন্যা :– প্রেমে সাফল্য পেলেও পরিবারিক দিকে প্রবল বাধার সম্মুখীন হতে হবে, কাউকে কথা দিয়ে চাতুরী বা ছলনা করা ঠিক নয়। জাতিকারা সাবধান বিধর্মীদের পাতা ফাঁদে পা দেবেন না প্রেমের ছলনায় আপনাকে ভুলাতে পারে।
তুলা :- -বেকার যুবক যুবতীরা চাকুরীর সংবাদ পেতে পারেন, দূরে প্রবাসে কাজের জন্য যেতে হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক চাপ থাকলেও তা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন। খাদ্য খাবার বা হোটেলের ব্যবসা যারা করেন তাদের আর্থিক উন্নতি হবে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। ছাত্রছাত্রীদের পড়াশুনায় এবার একটু মনোযোগ আসবে।
বৃশ্চিক :— কাউকে বোকা বানালে নিজেই বোকা বনে যাবেন, নিজের লোকজন আপনাকে আর বিশ্বাস করবে না, বিশ্বাস ভঙ্গ করা চরম অপরাধ। সতর্ক ও সাবধান হওয়া বাঞ্ছনীয়। সরকারী অর্থে বাড়ী বানাতে পারেন, বা নিজের অর্থে বা ঋণ নিয়ে বাড়ী করতে পারেন। ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্র শুভ।
ধনু :– ফ্ল্যাট কেনার চাহিদা আপনার বহুদিনের ইচ্ছা, রাজধানীর কাছে পিঠে ফ্ল্যাট নিতে পারেন। ব্যবসায়ে আর্থিক দিকে সাফল্য আসবে নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন। ছাত্র-ছাত্রীদের পড়াশুনা ভালো হবে। পরীক্ষার্থীরা মনস্থির করে পরীক্ষা দিলে ভালো পরীক্ষা হবে।
মকর :– হিসাবে গরমিল ধরতে সক্ষম হবেন, বে হিসাবী গরমিল হওয়া অর্থ অর্থাৎ কালো টাকা সাদা করতে অপরাধীর সব চেস্টা ব্যার্থ করে দেবেন , আইনের সাহায্য নিয়ে অপরাধীকে কাঠ গোড়ায় দাঁড় করাতে পারবেন। কর্মক্ষেত্রে সুনাম ও যশ বাড়বে।
কুম্ভ:–শেয়ারবাজারে অর্থনীতির জন্য নতুনভাবে চিন্তাভাবনা নিতে পারেন। আসাম বার শিলিগুড়ি থেকে শালকাঠের লগ কিনে বা অপসনে কাঠ কিনে বাজারে বিক্রয় করতে পারেন। চাকুরী ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ভালো হবে।
মীন :– দূর দেশে যাওয়ার চিন্তাভাবনা বহুদিনের নতুন চাকুরী পেয়ে সেই ইচ্ছা পূরণ হতে পারে। হোলসেল বা ডিস্ট্রিবিউটরশীপ ব্যবসায় বিশেষ করে ওষুধের ব্যবসায় লাভবান হবেন। পারিবারিক ও দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। আইনে স্নাতক যারা তারা কোর্ট প্র্যাকটিস এর জন্য প্রস্তুতি নিতে পারেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here