দৈনিক রাশিফল : ২৭/১১/২০১৯

মেষ :– বিবাহের অনুষ্ঠান ভালো ভাবে উৎরে যাবে। প্রেম প্রীতি শুভ, দাম্পত্য জীবনে সুখের পরশ থাকবে। ব্যবসায়িক দিকে নতুন লক্ষ্য মাত্রা পূর্ন হবে, ধাতু পদার্থের কারবারে খুব ভালো লাভবান হবেন। বাইরের রাজ্যে পড়াশোনার জন্য যেতে পারেন শিক্ষার উন্নতি ও ডিগ্রী লাভ হবে।
বৃষ :– নীরবে পরিবারের মধ্যে সকল ধাক্কা সহ্য করেও ঘনিষ্ঠ কারো কথায় প্রচন্ড মানসিক কষ্ট পাবেন। দাম্পত্য জীবনে অন্যের হস্তক্ষেপ বা আধিপত্য সাংসারিক জীবনে অশান্তি আনতে চলেছে সতর্ক হওয়া দরকার। শিক্ষা ক্ষেত্রে শুভ, পড়াশোনা ছাড়বেন না।
মিথুন :– মানসিক চঞ্চলতা সৃষ্টি হবে। ভালো কলেজে ভর্তির সুযোগ পাবেন। শিক্ষার উন্নতি বিধান ঘটাতে যারা পড়াশুনা ছেড়ে দিয়েছিলেন তারা পুনরায় দূর শিক্ষাক্রমে যোগ দিতে পারেন। নিজের জেদের বশে ভালো কিছু পরিকল্পনা নষ্ট হতে পারে।
কর্কট :– স্ত্রীর শারীরিক দিকে নজর রাখুন হঠাৎ উচ্চ রক্ত চাপ শারীরিক গোলোযোগ দুঃশ্চিন্তার কারন হয়ে উঠতে পারে। দুর্ঘটনা প্রবন এলাকায় সাবধানে চলাচল করুন। ছাত্র-ছাত্রীদের একটু বেশী মনোযোগী হলে ভালো হয়।
সিংহ :– গুরুজনের প্রতি দৃষ্টি রাখুন। নেশার দ্রব্য পরিত্যাগ করুন। ছাত্র ছাত্রী দের শিক্ষাক্ষেত্রে শুভ ফল আশা করতে পারেন। সাংবাদিক লেখক প্রভৃতি পেশায় যারা নিযুক্ত তাদের আর্থিক ও সন্মান বৃদ্ধি পাবে। চাকুরির জন্য যদি কাউকে টাকা দিয়ে থাকেন টাকা ফেরৎ নেবার ব্যবস্থা করুন, না পাওয়ার চান্স বেশী তবুও চেষ্টা করুন।
কন্যা :– প্রেমিক প্রেমিকা দের যদি মন কষাকষিও থেকে থাকে তবে তামিটিয়ে নিলে ভালো। একে অপরের দিকে কাদা ছোড়াছুরি করবেন না। ব্যবসায়িক দিকে সাফল্য আসবে পরিবহন ব্যবসায় ভালো লাভবান হবেন। আর্থিক দিকে শুভ। সিদ্ধান্ত নেবার আগে বারবার ভাবুন। পরে ভাববার সময় পাবেন না। ঘুষ দিয়ে শিক্ষা ক্ষেত্রের চাকুরিতে যোগদানের মানসিকতা থাকলে অর্থের অপচয় ঘটবে চাকুরী পাবেন না।
তুলা :– দূরত্ব বজায় রাখুন, কর্মক্ষেত্রে নিজের ক্ষমতা ও আধিপত্য বজায় থাকবে। কর্মচারীরা সকলে আপনার অনুগত থাকবে। রাজনীতিতে আপনার পরিপক্ক বুদ্ধিতে কূটনৈতিক পরাজয় বিরোধী পক্ষের ঘটবেই। প্রেম প্রীতি শুভ। খুড়োর কলের মত চাকুরীর টোপ ঝুলবে আর আপনি দিনের পর দিন চাকুরীর আশায় দৌড়াবেন।
বৃশ্চিক :– ঘরের বা পরিবারের সকলে আপনাদের বিবাহে মত থাকবে। ব্যবসায়ে ভিন রাজ্যে বা বিদেশে পাড়ি দিতে পারেন। রপ্তানি বানিজ্য ভালো হবে। ৪০ উর্দ্ধে যাদের বয়স তারা মদ্য পানে রাশ টানবেন। কিডনির সমস্যা আসতে পারে, যদি আসে তাহলে জীবন নিয়ে টানা হ্যাঁচড়া পড়ে যাবে সাবধান।
ধনু :– রেল বা কেন্দ্রীয় সরকারী চাকুরী হতে পারে। শিক্ষাক্ষেত্র শুভ, উচ্চ শিক্ষা লাভ হবে। পরীক্ষার ফল ভালো হবে। হঠাৎ পুরনো বন্ধুর সাথে বা পরিচিতের সাথে সাক্ষাৎ হবে, মনের কথা বলে নিজেকে হাল্কা করবেন। প্রেমের সম্পর্কে বিশ্বাস হারাতে পারেন অর্থের মাপকাঠিতে ভালোবাসা মেপে প্রেম করলে দুদিনেই ভালোবাসার নীড়ে ঘুণ ধরে যাবে।
মকর :– পুরনো স্মৃতি নতুন করে রোম মন্থন করবেন। ব্যবসায়ে সাফল্য আনতে ব্যবসায়ে নতুন নতুন পদ্ধতি প্রয়োগ করতে হবে যা বর্তমান মানুষকে আকর্ষিত করবে। হোটেলের ব্যবসায়ে প্রচারক রাখতে হবে, ভালো বিজ্ঞাপন দিতে হবে খরিদদার দিনেদিনে বাড়বে। চাকুরীজীবিদের নতুন কাজে বাধা বাধা ভাব ঠেকবে। ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ভালো হবে।
কুম্ভ :– আর্থিক লেনদেনের ব্যাপারে সাবধান কাউকে বিশ্বাস করে অর্থ বা ক্যাশ টাকা দেবেন না, লেনদেনের প্রমাণ রাখবেন নচেৎ ভীষণ ভাবে ঠকতে পারেন, চাকুরী দেবার নাম করে কেউ অর্থ চাইলে সবিনয়ে তাকে ফিরিয়ে দিন। চাকুরীর লোভে অর্থ প্রদান করলে সেই অর্থ কোনদিনই ফেরত পাবেন না।
মীন :– কারো সাথে মনোমালিন্য হতে পারে। সেখান থেকে নিজেকে সরিয়ে নিলে ভালো হয়। ব্যবসায় যারা নতুন বা পৈতৃক ব্যবসায়ে বসছেন তাদের প্রথম প্রথম কাজে মন বসবে না, একটু সময় লাগবে। পড়াশুনায় মন দিন, ছাত্র-ছাত্রীদের একটু পড়লেই ভালো রেজাল্ট হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here