দৈনিক রাশিফল : ২৯/০৫/২০২০

লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.

মেষ :–ঘনিষ্ঠ বন্ধু বা বান্ধবী কে খুব বেশি বিশ্বাস করে ঠকতে পারেন, আপনার সঙ্গে ঘনিষ্ঠ ছবি তুলে আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতে পারে। সাবধানে মেলামেশা করুন। লটারি বা জুয়া খেলে হটাৎ কিছু অর্থ পেতে পারেন। ছাত্রছাত্রী দের শিক্ষা ক্ষেত্র শুভ।
বৃষ :–বন্ধুর অভিসন্ধি বোঝার চেষ্টা করুন। গুপ্তশত্রুর সাথে হাত মিলিয়ে আপনার ক্ষতি করতে পারে। ব্যবসায়িক দিকে কাজের চাপ সামলিয়ে নিজেকে পরিবারের জন্য কিছু সময় দিতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে শ্রমিক মালিক বিরোধ হতে পারে।উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা একটু চাপের ভিতর থাকতে পারেন দুশ্চিন্তার কারণ নেই।
মিথুন :–রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পেতে পারে কূটকৌশলে দলীয় কোন্দল মিটিয়ে ফেলতে সক্ষম হবেন। রাজনৈতিক কর্মী যারা তারা তাদের গণতান্ত্রিক আন্দোলনের ক্ষমতা প্রয়োগ করে মানসিকভাবে আজ আনন্দ পাবেন। অর্থ নৈতিক দিক শুভ, পারিবারিক দিক শুভ।
কর্কট :–ব্যবসা ক্ষেত্রে সাফল্য পেতে নতুন কিছু পদ্ধতি প্রয়োগ করতে পারেন যারা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন তারা নিজস্ব ব্যবসায়ে নিজেদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারেন। কন্ট্রাক্টারী কাজে বেশি লাভবান হবেন।
সিংহ :–কারো সাথে অহেতুক কোন রাজনৈতিক তর্ক বিতর্কে যাবেন না সামান্য কথা কাটাকাটি বহুদূর পর্যন্ত জল গড়াতে পারে। ব্যবসায়িক সাফল্য অনেকের চোখ টাটাবে, অফিসের প্রধান দুয়ারে লেবু লংকার টোটকা করতে পারেন। কর্মক্ষেত্র ছোটখাট সমস্যা থাকবে।
কন্যা :–কর্মক্ষেত্রে সহকর্মীদের অসহযোগিতা আপনাকে পীড়া দেবে।আলুর হোল সেল ব্যবসায় আর্থিক উন্নতি ঘটবে। চাকুরী জীবিদের সমস্যা ধীরে ধীরে কেটে যাবে। সামনে পরীক্ষার রেজাল্ট যাদের বের হবে তারা দুশ্চিন্তা করবেন না রেজাল্ট ভালো আশা করতে পারেন।
তুলা :–কাজের গতি বৃদ্ধি করতে আরও কিছু কর্মী নিয়োগ করুন সুফল পাবেন। ঠিকাদারি কাজের দ্রুত কাজ সুসম্পন্ন করার চেষ্টা করুন, ভবিষ্যতে আরো বড় বড় টেন্ডার ধরার সুযোগ পাবেন। প্রেম প্রীতি শুভ বিবাহের দিনক্ষণ পাকা হতে পারে। আর্থিক ও পারিবারিক দিক শুভ।
বৃশ্চিক :–দীর্ঘদিন পড়াশোনার সঙ্গে সম্পর্ক চুকে গেলেও বর্তমানে নিজের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করার জন্য মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার চেষ্টা করতে পারেন। হোটেল ম্যানেজমেন্ট পড়ে বৃহৎ সংস্থায় কর্মসন্ধান করতে পারেন, ভাগ্য আপনাকে সাথ দিতে পারে।
ধনু :–উত্তর ভারত বা পশ্চিম ভারতের দিকে কর্মসংস্থানের জন্য যারা গিয়েছিলেন তারা লকডাউনে বাড়ীতে ফিরতে পারেন। হনুমান বাঁদর ও পাখির হাত থেকে গাছের পাকা ফল রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারেন যাতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট না হয়।
মকর :–নিজের ক্যারিয়ার গঠন করার জন্য কর্মরত কোম্পানি ছেড়ে অন্য কোন কোম্পানিতে চাকরি গ্রহণ করতে পারেন।লটারীতে ভাগ্য ফিরতে পারে আর্থিকদিকে উপরি রোজগার বা বকশিশ লাভ হতে পারে। শিক্ষা ক্ষেত্র শুভ ভবিষ্যত উজ্জ্বল।
কুম্ভ :–দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি হিসেবে পূর্বেই কর্মপন্থা সমাধান করে রাখতে পারেন, দুর্মুখ ব্যক্তিও আপনার সুনাম করতে বাধ্য হবে। সমাজকল্যাণ মূলক কাজে নিজেকে সঁপে দিতে পারেন। পিতামহের হাত ধরে ব্যবসায়ের হাতে খড়ি নিতে পারেন।শিক্ষা ক্ষেত্র শুভ।
মীন :–পারিবারিক ওআর্থিক দিকে শুভ হলেও নিজের শরীরের দিকে লক্ষ্য নজর রাখুন হঠাৎ করে গরমে মাথা ঘুরে পড়ে যেতে পারেন স্ট্রোক হয়ে যেতে পারে, চিকিৎসকের পরামর্শ নেয়ার চেষ্টা করুন। যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসবেন তাঁরা আর একটু মনোযোগী হওয়ার চেষ্টা করুন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here