
কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ মার্চ :
জলযোগে যোগাযোগ কর্মসূচি করলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা। শনিবার দাসপুরের মিলনমঞ্চে এই কর্মসূচি হয়। এদিনের কর্মসূচিতে সকল সাংবাদিকদের কাছে থেকে তাদের চোখে দেখা দাসপুরের বিধানসভার উন্নয়ন সম্পর্কে জানতে চান বিধায়ক। এছাড়া নানান বিষয় নিয়ে আলোচনা করেন এই কর্মসূচিতে। যে উন্নয়ন হয়েছে সেগুলো তিনি তুলে ধরেন সাংবাদিকদের কাছে। উপস্থিত ছিলেন আশীস হুতাাইত, তপন দত্ত, অরুন মুখার্জি, সুকুমার পাত্র, সুনীল ভৌমিক, সৈয়দ মিলু, কুমারেশ ভুঁইঞা, মতিন আনসারি, সন্দীপ দিগপতি প্রমুখ।