গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৬ ডিসেম্বর: রবিবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল আরামবাগে। আরামবাগ থানার অন্তর্গত আড়ান্ডি এলাকায় একটি পুকুরের পাড়ে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় মানুষজন। এরপর তারা আরামবাগ থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
জানা যায়, মৃত ব্যক্তির নাম খোকন মালিক। বাড়ি ওই এলাকাতেই। ওই ব্যক্তি গত দুদিন ধরে নিখোঁজ ছিল। আরামবাগ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত নেমেছে আরামবাগ থানার পুলিশ।