
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ মার্চ:
রাস্তার পাশের জঙ্গল থেকে এক মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার বেলেডাঙ্গা এলাকায়। মৃত ব্যক্তির নাম রাখার ধারা। বয়স আনুমানিক ৪৫ বছর।
সূত্রের খবর, কৃষ্ণনগর কোতোয়ালি থানার বেলেডাঙ্গা মোড়ের একটি রাস্তার পাশে পড়েছিল মৃতদেহটি। কয়েকজন কৃষক নিজের জমিতে ধান লাগাতে যাওয়ার সময় ওই মৃতদেহটি দেখতে পায়। চিৎকার চেঁচামেচি করলে মৃতদেহ ঘিরে প্রচুর মানুষ ভিড় জমায়। স্থানীয়রা মৃতদেহটি শনাক্ত করে। মৃত ওই ব্যক্তির নাম রাখাল ধারা। বাড়ি বেলেডাঙ্গা গ্রামে। মৃত রাখাল ধারা প্যান্ডেলের কাজ করতো। শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। রবিবার বিকেলে ঝোঁপ থেকে তার দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। এর পাশাপাশি ঠিক কি কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও স্থানীয় এবং প্রশাসনিক সূত্রে প্রাথমিক অনুমান মদ্যপানের কারণে রাখাল ধারার মৃত্যু হয়েছে।