জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: সোমবার নারায়ণগড়ে জাতীয় সড়কের পাশে নয়ানজুলি থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে খড়গপুর থেকে ওড়িশাগামী ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা নারায়ণগড় থানায় খবর দেন। পুলিশ জানিয়েছে, দেহটি যেখানে ভাসছিল সেখানে তার জুতো এবং কিছুটা দূরে একটি বিষের শিশি পড়েছিল। স্থানীয়দের প্রাথমিক অনুমান বিষ খেয়ে হয়তো ওই ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারে। পুলিশ দেহটি উদ্ধার করে পরিচয় জানার চেষ্টা করছে। শুরু হয়েছে তদন্ত।