
আমাদের ভারত, হাওড়া, ১২ মার্চ: করোনা আতঙ্কের মধ্যে বস্তা বস্তা মরা মুরগি উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়। এই ঘটনা হাওড়ার বি গার্ডেন এলাকার।
বৃহস্পতিবার হাওড়ার বি গার্ডেন এলাকায় আন্দুল রোডে একটি ডাস্টবিনে বস্তা বস্তা মরা মুরগি পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। এই নিয়ে একদিকে যেমন চাঞ্চল্য, তেমনি তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আজ সকালে বিষয়টি দেখতে পায় স্থানীয়রা। মনে করা হচ্ছে এলাকারই কোনো ব্যবসায়ী এই মুরগি ফেলে যেতে পারে। উল্লেখ্য করোনা আতঙ্কে ইতিমধ্যেই মুরগির মাংসের বাজার তলানিতে ঠেকেছে। অনেকেই ভয়ে মাংস খাচ্ছেন না। তার উপর এই ঘটনায় তৈরী হয়েছে নতুন করে আতঙ্ক। কী কারণে এই মুরগিগুলি মারা গেছে তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে।