
আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুন: শালবনিতে প্রসব যন্ত্রণার কারণেই হস্তিনীর মৃত্যু হয়েছে বলে বনদপ্তরের চিকিৎসকেরা জানিয়েছেন। ময়নাতদন্তের পর রবিবার সন্ধ্যেয় মৃত হস্তিনী ও তার গর্ভের শাবককে জঙ্গলেই সমাধিস্থ করা হয়েছে।
এদিন বিকেলে শালবনি ব্লকের কদমাশোল এলাকা থেকে উদ্ধার হওয়া ওই মৃত হস্তিনীর ময়না তদন্ত করা হয়। ময়না তদন্ত করার সময় বনদপ্তরের আধিকারিক ও পশু চিকিৎসকরা দেখেন মৃত হস্তিনীর গর্ভে রয়েছে একটি শাবক। তবে ততক্ষণে হস্তি শাবকটিরও মৃত্যু হয়েছে।
বনদপ্তরের মেদিনীপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় বনাধিকারিক পূরবী মাহাত জানিয়েছেন, ময়না তদন্তের পর চিকিত্সকেরা জানিয়েছেন হস্তিনীর মৃত্যুর কারণ প্রসব যন্ত্রণা হতে পারে। ময়নাতদন্ত শেষ হওয়ার পর সন্ধ্যেয় শালবনির কদমাশোল জঙ্গলেই মা ও শিশু হাতিটিকে পাশাপাশি সমাধিস্থ করা হয়েছে।