সাঁকরাইলের নিশ্চিন্তা জঙ্গলে উদ্ধার মৃত হাতি

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩০ নভেম্বর: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা অঞ্চলের খড়গপুর বনদপ্তরের অন্তর্গত নিশ্চিন্তা জঙ্গলে একটি হাতির মৃতদেহ উদ্ধার হল সোমবার। এদিন গ্রামবাসীরা তা দেখে বনদপ্তরে খবর দেন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বনবিভাগের বনাধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের অনুমান ইলেকট্রিক শকের খেয়ে হয়ত হাতিটির মৃত্যু হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বনবিভাগের আধিকারিকরা।

হাতিটি কবে মারা গেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। এদিন খবর ছড়িয়ে পড়তেন হাতিটিকে দেখতে বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শ’ মানুষের সমাগম হয়। ওই এলাকার বাসিন্দারা মৃত হাতির আত্মার শান্তি কামনা করে হাতিটিকে ফুলের মালা দিয়ে ধূপ জ্বালিয়ে পুজো করে। গোটা সাঁকরাইল জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here