
আমাদের ভারত, ডায়মন্ড হারবার, ৮ ফেব্রুয়ার: শনিবার সকালে ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার অন্তর্গত দেবীপুর মোড় এলাকায়। মৃত ব্যক্তির নাম আবু তাহের লস্কর।
এ দিন সকালে রাস্তায় পাশে স্থানীয়রা দেখতে পান একটি মৃতদেহ পড়ে রয়েছে, এই খবর এলাকায় চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন আশেপাশের গ্রামের মানুষরা। পরে খবর দেওয়া হয় ডায়মন্ডহারবার থানায়। খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ব্যক্তি মন্দিরবাজার থানা এলাকার নিশাপুর গ্রামের বাসিন্দা। তার নাম আবু তাহের লস্কর বলে জানিয়েছে পুলিশ। পরিবারের দাবি, তাকে খুন করে রাস্তার পাশে ফেলে দেয়া হয়েছে। আবু তাহের লস্কর এর নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তবে ঠিক কিভাবে ঐ ব্যক্তির মৃত্যু হল সে বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ।