
আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৫ মার্চ : দু’দিন ধরে নিখোঁজ থাকা যুবকের বস্তাবন্দী রক্তাক্ত দেহ মিলল বন্ধ ঘরের ভেতর থেকে। হলদিয়ার দুর্গাচক থানার তাল-পুকুরে একটি তেলে ভাজা দোকান ঘরের পেছনে থাকা গোডাউন থেকে বস্তাবন্দী মৃতদেহটি পাওয়া গেছে। মৃত যুবকের নাম সুজয় সাঁতরা। বয়স ৩০ বছর। বাড়ি হলদিয়ার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে। গতকাল সন্ধ্যায় দুর্গাচক থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দোকানের মালিককে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সুজয়ের সঙ্গে তেলেভাজার দোকানদার মনোরঞ্জন দাসের বন্ধুত্বের সম্পর্ক ছিল দীর্ঘদিনের এবং প্রায়ই মদের আসর বসতো মনোরঞ্জন দাসের দোকানের পেছনে গোডাউনে। একটি গাড়ি কেনাবেচা নিয়ে সুজয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। পুলিশের ধারণা তার জেরেই এই খুনের ঘটনা। সুজয়ের মায়ের দাবি, তার ছেলেকে খুন করা হয়েছে। সুজয়ের খুনের ঘটনায় আরো কেউ জড়িত কিনা তা দুর্গাচক থানার পুলিশ তদন্ত করে দেখছে। ধৃত মনোরঞ্জন দাসকে আজ হলদিয়া আদালতে তোলা হয়।