
আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২০ ফেব্রুয়ারি: এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগণার জয়নগর থানার গাববেড়িয়া এলাকা থেকে দেহটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিবাকর সর্দার (৫১)। তাঁর বাড়ি গাববেড়িয়াতেই। পরিবারের দাবি, পেশায় ইটভাটার শ্রমিক দিবাকর গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর শনিবার পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপরই বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা মাঠে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কীভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দেহের পাশে একটি বোতল পাওয়া গিয়েছে। বোতলে কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবার সূত্রে খবর, দিনকয়েক আগে একবার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন দিবাকর। এবারও সেটাই করে থাকতে পারেন বলে অনুমান পুলিশের। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।