
আমাদের ভারত, বারুইপুর, ১ মার্চ: চারদিন নিখোঁজ থাকার পর উদ্ধার হল যুবকের মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত জয়াতলা গ্রাম পঞ্চায়েতের চৈতল সর্দার পাড়ায়। মৃতের নাম রবিন সিং(১৮)। গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিল সে। রবিবার সকালে স্থানীয় একটি পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হয় রবিনের দেহ। পরিবারের সদস্যদের দাবি, খুন করা হয়েছে তাকে। বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ও ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাসন্তী থানার গাগরামারী গ্রামের বাসিন্দা রবিন গত বুধবার বন্ধুদের সাথে একটি বিয়ে বাড়িতে আসেন বারুইপুরের জয়াতলা এলাকায়। সেখান থেকেই কার্যত নিখোঁজ হয়ে যায় সে। গত কদিন ধরে খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি রবিনের। এ বিষয়ে বারুইপুর থানায় নিখোঁজ ডায়েরিও করেছিল পরিবার। অবশেষে রবিবার সকালে উদ্ধার হয় রবিনের মৃতদেহ।