নলহাটি বাস স্ট্যান্ড ভেঙ্গে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার ভাবনা

আমাদের ভারত, রামপুরহাট, ১২ মার্চ: বাসস্ট্যান্ডে ঢুকছে না কোনও বাস। তাই অব্যবহৃত ওই বাস স্ট্যান্ডকে ভেঙ্গে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার ভাবনা চলছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন নলহাটি বিধানসভার বিধায়ক তৃণমূলের মইনুদ্দিন শামস।
এদিন দুপুরে নলহাটিতে নিজের বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়েছিলেন বিধায়ক মইনুদ্দিন শামস। সেখানে উপস্থিত ছিলেন নলহাটি পুরসভার চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ সিং, দলের জেলা সহ সভাপতি, জেলা পরিষদের সদস্য বিপ্লব ওঝা, নলহাটি শহর সভাপতি পিন্টু সিং সহ অনেকে। শুরুতেই ‘বাংলার গর্ব মমতা’ নিয়ে এক গুচ্ছ কর্মসূচীর কথা ঘোষণা করেন বিধায়ক। তিনি দাবি করেন, ইতিমধ্যে নলহাটি বিধানসভা এলাকায় ৮০ শতাংশ রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। পানীয় জলের সমস্যা ৯০ শতাংশ সম্পূর্ণ। বামফ্রন্ট আমলের অনুন্নয়নের ফল আমাদের ভোগ করতে হচ্ছে। তিনি বলেন, “নলহাটিতে দমকল কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে। জায়গা দেখা চলছে। জায়গা পাওয়া গেলেই গড়ে তোলা হবে দমকল কেন্দ্র”।

পরিত্যক্ত বাস স্ট্যান্ড নিয়ে মইনুদ্দিন সামস বলেন, “ওখানে ২০১১ সালে প্রায় ৪ বিঘা জায়গার উপর বাস স্ট্যান্ড গড়া হয়েছিল পরিবহণ দফতর এবং পুরসভার যৌথ উদ্যোগে। কিন্তু বাস মালিকরা বাস স্ট্যান্ডে গাড়ি ঢোকাতে চাইছেন না। কারন রাস্তা থেকেই তারা যাত্রী তুলে রওনা দিচ্ছে। তাই বাস স্ট্যান্ডের জায়গায় রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক কেন্দ্র গড়ার ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে আলোচনা করে আমরা নবান্নে পাঠাব। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে”।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here