উলুবেড়িয়া লোকনাথ ধামে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালন

আমাদের ভারত, হাওড়া, ২ জুন: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৯৬ জনের শরীরে করোনার খোঁজ মেলায় কপালে ভাঁজ পড়েছে স্বাস্থ্য দফতরের। রাজ্যে করোনা সংক্রমণের নতুন রেকর্ড ভাবিয়ে তুলেছে জেলার স্বাস্থ্য কর্তাদের। পরিযায়ী শ্রমিক না আনলক ১ এর প্রভাবে এই বৃদ্ধি সেটা নিয়েই চিন্তিত স্বাস্থ্য দফতরের কর্তারা।

এদিকে আনলক ১ এর প্রথম দিন অর্থাৎ সোমবার থেকেই রাজ্যের একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। যদিও ধর্মীয় প্রতিষ্ঠান প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। আর এরই মাঝে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত হল লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন উলুবেড়িয়ার লোকনাথ ধামে পূজা অর্চনার মধ্য দিয়ে লোকনাথ বাবার তিরোধান দিবস পালিত হল। ভোর থেকেই মন্দিরে পূজা হোম যজ্ঞের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এদিন সকাল থেকেই মন্দিরে ভক্তরা আসতে শুরু করে। যদিও মাক্স ছাড়া কাউকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি নির্দিষ্ট সংখ্যায় ভক্তদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে।

অন্যদিকে এদিন দুপুরে মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তদের উদ্দেশ্যে ভোগ বিতরণ করা হয়। যদিও এক্ষেত্রে সেভাবে কাউকে ভিড় করতে দেওয়া হয়নি। মন্দির কমিটি সূত্রে খবর, অন্যান্য বছরে ধুম ধাম সহকারে লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করা হলেও এই বছর সংক্রমণের কারণে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হলো। মন্দির কমিটি সূত্রে খবর, অন্যান্য বছরে দুপুরে ভক্তদের বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হলেও এই বছর সেটা সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। তাদের মতে সংক্রমণ রুখতে এই বছর সব রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here