
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ মার্চ: রবিবার সন্ধ্যায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর গুরুতর জখম আরো তিনজন মোটরসাইকেল আরোহী। তারা ৩ জনেই এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এর আমরদা বাজারের।
জানাগেছে, আজ সন্ধ্যায় এক সাইকেল আরোহী অমরদা বাজারের দিকে আসছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে সাইকেলে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহীর। মোটরসাইকেলে থাকার তিনজন গুরুতর জখম হয়। তিনজনেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। তিনজনকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম ত্রিলোচন বিন্দনি, বয়স ৫০ বছর, বাড়ি আমরদা গ্রামে। গুরুতর যখন তিনজনের নাম রিজু কুইলা, কৃষ্ণেন্দু কুইলা আরেকজনের নাম জানা যায়নি। পরে কৃষ্ণেন্দুর অবস্থার অবনতি ঘটায় তাকে ওড়িশায় নিয়ে যাওয়া হয়েছে।