ট্রেনের ধাক্কায় মৃত্যু অজগরের

আমাদের ভারত, হাওড়া, ২১ নভেম্বর: ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একটি অজগরের। জানাগেছে, বৃহস্পতিবার ভোরে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর ডিভিশনের কুলগাছিয়া স্টেশনের পাশে রেল লাইনের ধারে একটি অজগর সাপকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে তারা বন দপ্তরের খবর দিলে বন দফতরের কর্মীরা মৃত অজগরটিকে উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।

বন দফতর সূত্রে জানাগেছে, উদ্ধার হওয়া মৃত অজগরটি প্রায় ৮ ফুট লম্বা। সাপটির মুখে ও শরীরে আঘাতের চিহ্ন দেখে বন দপ্তরের অনুমান ট্রেনের ধাক্কায় সাপটির মৃত্যু হয়েছে। বন দফতর সূত্রে খবর, এই ধরনের সাপ পাহাড়ি এলাকায় পাওয়া গেলেও খুব সম্ভবত মালগাড়ির সঙ্গে এই এলাকায় চলে এসেছিল।
এদিকে লোকালয়ের মধ্যে অজগর সাপ দেখতে পাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here