মোরগের লড়াইয়ে বিষ মাখানো ছুরিতে জখম হয়ে মৃত্যু যুবকের, চাঞ্চল্য পুরুলিয়ার হুড়ায়

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২১ ফেব্রুয়ারি: মোরগ লড়াইয়ের সময় বিষ লাগানো ছুরিকাহত হয়ে মৃত্যু হল এক যুবকের। বৃহষ্পতিবার ঘটনাটি ঘটে হুড়া থানার পালগা গ্রামের মোরগ লড়াইয়ের আখড়ায়। রাত্রের দিকে মৃত্যু হয় চিকিৎসাধীন ওই যুবকের। মৃতের নাম অসীম মাহাতো (৩০)। বাড়ি হুড়া থানার আসনবনি গ্রামে। এই ঘটনার পরই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। শুক্রবার দেহের ময়না তদন্ত হয় পুরুলিয়া সদর হাসপাতালের মর্গে।
    

প্রাচীন ও ঐতিহ্যবাহী মোরগ লড়াইয়ের ফি বছর আসরের আয়োজন করে হুড়ার ‘পালগা মোরগ মেলা ষোল আনা কমিটি’। এবারেও দুই দিনের মোরগ লড়াইয়ের আসর শুরু হয় ২০ ফেব্রুয়ারি। অন্যান্যদের মতো নিজের মোরগ নিয়ে লড়াই করানোর জন্য জুড়ির খোঁজ করছিলেন আসনপানি গ্রামের ওই যুবক। আচমকা পাশের একটি মোরগ ওই যুবকের হাতে থাকা মোরগটির সঙ্গে লড়াই শুরু করতে যায়। সেই সময় ওই মোরগটির পায়ে বাঁধা ইস্পাতের বিশেষ ছুরি(স্থানীয় ভাষায় কাঁচ বলা হয়) দিয়ে ডান দিকের হাঁটুর নিচের অংশ কেটে যায়। গভীর ক্ষত হয়ে রক্ত পড়তে থাকে। যন্ত্রনায় চিৎকার করতে থাকেন যুবক। সঙ্গে সঙ্গে উদ্যোক্তারা স্থানীয় হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ ওই জখম যুবককে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। সেখানেই মারা যান ওই যুবক।

স্থানীয়দের অনুমান, মোরগের পায়ে বাঁধা ছুরিতে তীব্র বিষাক্ত তরল কিছু লাগানো ছিল। ওই কারণে যুবকের ছুরির আঘাতে রক্তের সঙ্গে বিষ দ্রুত মিশে গিয়ে মৃত্যু হয়।    
    

খবর পেয়ে শুক্রবার সকালে তড়িঘড়ি জেলা পুলিশ সুপার এস সিলভামুরুগণ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্থানীয় থানাকে। এই ঘটনার জন্য পুলিশ মোরগ লড়াই মেলা বন্ধ করে দেয়।  

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here