
স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ জানুয়ারি: চিকিৎসায় গাফিলতির অভিযোগে সদ্যোজাত শিশুর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে।
কালিয়াগঞ্জ ব্লকের ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের বাঘন কালীতলা হাইস্কুল এলাকার এক গৃহবধূ প্রসব যন্ত্রনা নিয়ে রবিবার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন। সোমবার সকালে সাধারণভাবেই পুত্র সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। সবকিছু ভালোই ছিল বলে দাবি পরিবারের। কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে বারবার নার্স ও চিকিৎসকদের ডাকা হলেও কেউই তাতে কোনো সাড়া দেননি বলে অভিযোগ৷ এরপর অনেক রাতে শিশুটি মৃত্যুর মৃত্যু হয়। ঘটনায় বৃহস্পতিবার সকালে হাসপাতালে বিক্ষোভ দেখান মৃত শিশুর বাড়ির লোকেরা। কেন এই দূরাবস্থা চলছে চিকিৎসা পরিষেবা নিয়ে সে বিষয়ে প্রশ্ন তুলছেন তারা৷
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। যদিও এব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার ডঃ তাপস রায়।