গো-মাংস রান্নার কথা বলায় দেবলীনাকে খুন-গণধর্ষণের হুমকি, পুলিশে দায়ের অভিযোগ

রাজেন রায়, কলকাতা, ১৮ জানুয়ারি: ভোটের প্রাক্কালে ব্যক্তিগত মতামত নিয়ে প্রতিহিংসার রাজনীতির ফের শিকার হতে হল আরেক অভিনেত্রীকে। বছরখানেক আগে গরুর মাংস রাখার সন্দেহে খুন হতে হয় ভিন রাজ্যের এক যুবককে। এবার বাংলা সংবাদমাধ্যম চ্যানেলে প্রকাশ্যে গরুর মাংস রান্না করতে পারার কথা জানিয়ে খুন, গণধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। গরুর মাংস খাওয়া নিয়ে সম্প্রতি এক সংবাদ মাধ্যম চ্যানেলের টক শোয়ে ব্যক্তিগত মতামত দিয়েছিলেন দেবলীনা। অভিযোগ, তারপর থেকেই ক্রমাগত খুন, ধর্ষণের হুমকি আসছে টলিউড অভিনেত্রীর কাছে। সোশ্যাল মিডিয়া থেকে সেসব পোস্টের স্ক্রিনশট নিয়ে সোমবার যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন দেবলীনা দত্ত ও তাঁর স্বামী তথাগত মুখোপাধ্যায়। এমনকী এর বিরুদ্ধে মহিলা কমিশনের দ্বারস্থও হয়েছেন অভিনেত্রী।

বহুল প্রচারিত বাংলা সংবাদ মাধ্যমের ওই টক শো-তে দেবলীনা দত্ত বিজেপি নেতা দিলীপ ঘোষকে প্রশ্ন করার সময় গায়ক তথা পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথার সূত্র ধরে জানান, নিরামিষভোজী হলেও প্রয়োজনে তাঁর বাড়িতে গিয়ে নবমীর দিন দেবলীনা গরুর মাংস রান্না করে দিতে পারেন। কারণ তিনি খাদ্যাভাস এবং ধর্ম বিষয়ে এতটাই ছূৎমার্গহীন। সেই দিনের পর থেকেই নেটদুনিয়ায় একের পর এক অশ্লীল আক্রমণ শুরু হয়ে যায় অভিনেত্রীর বিরুদ্ধে। আর সেই গোটা ঘটনার বিবরণ দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন দেবলীনা দত্তর স্বামী তথাগত মুখোপাধ্যায়। দেবলীনার পাশাপাশি কিন্তু কটাক্ষের শিকার হতে হচ্ছে অনিন্দ্য চট্টোপাধ্যায়কেও।

https://m.facebook.com/story.php?story_fbid=3989146884443049&id=100000433298040

তথাগত ফেসবুক পোস্টে জানান, “অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং আমার স্ত্রী দেবলীনা দত্তের বিরুদ্ধে মূল অভিযোগ, তারা গোমাংস খেতে পারেন, রান্নাও করতে পারেন সে বিষয়ে টেলিভিশনে কেন কথা বলবেন? বাক স্বাধীনতা যদি বাদ দিই, তাহলে সব নাগরিকের সমানাধিকারের বিষয়টি তো রয়েই যায়!”

এই প্রেক্ষিতেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়র এক পুরনো সাক্ষাৎকারের কথা তুলেও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে, “গায়ক-অভিনেতা বাবুল সুপ্রিয় কেন্দ্রীয়মন্ত্রী পদে বসার পরই এক ইন্টারভিউতে বলেছিলেন যে, তিনি কলেজজীবনে বহুবার গরুর মাংস খেয়েছেন, কই কেউ তো তা নিয়ে প্রশ্নও তোলেননি, যে উনি কেন গোমাংস খাওয়া নিয়ে চ্যানেলের শো’তে বক্তব্য রেখেছেন?”দেবলীনা বলেন, “ওই টক শোতে বিজেপি কর্মী পেশায় উকিল তরুণজ্যোতি তিওয়ারি আমাকে এ বিষয়ে কথা বলার জন্য হুমকি দেন এবং আইনি কথা বলেই শুধু ক্ষান্ত হননি তিনি। পাশাপাশি নিজের ফেসবুক প্রোফাইলে আমার বিরুদ্ধে সামাজিক হিংসা ছড়ানোর অভিযোগও তুলেছেন। সুতরাং কাল রাত থেকে সোশ্যাল মিডিয়াতে অশালীন আক্রমণের শিকার হতে হচ্ছে আমাকে। ফেসবুক, ইন্সটা এবং ইউটিউব চ্যানেলে, মাথায় রাখতে হবে এই সব প্রোফাইল অর্থ্যাৎ যারা এই ধরনের কমেন্ট করছেন তাদের প্রোফাইল পিকচারে কারোর রাম-সীতা, কারোর শিব স্বয়ং।” সেই ব্যক্তিরাই কিনা একজন মহিলাকে ধর্ষণ, খুনের হুমকি দিচ্ছেন?’ অনেকে দেবলীনাকে ‘টাকার বিনিময়ে বাঁদর নাচ’ করার মতো অশ্লীল আক্রমণও করেছেন। এই প্রসঙ্গে দেবলীনার দাবি, যে সমস্ত সুপ্রতিষ্ঠিত অভিনেত্রীরা বিজেপিতে যোগ দিয়েছেন, তাহলে তারাও কি টাকার বিনিময়ে বাঁদর নাচ করেন? স্বাধীন দেশে স্বাধীন মতপ্রকাশের অধিকার কেন থাকবে না? কোনও সুস্থ রাজনৈতিক পরিবেশে এটা কাম্য নয়।’

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here