পনেরো দিন পর বাড়ি ফিরল পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত দিব্যাংশু ভগত

আমাদের ভারত, হুগলী, ২৮ ফেব্রুয়ারি: পনেরো দিন পর বাড়ি ফিরল পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত দিব্যাংশু ভগত। কলকাতা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। আজ তাঁকে দেখতে পাড়া প্রতিবেশীরা ভিড় জমায় বৈদ্যাবাটির বৈদ্যপাড়ার বাড়িতে। পাড়া প্রতিবেশীদের সাথে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান অরিন্দম গুঁইন, পৌরসদস্য সমর বাগচি ও শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ ইনচার্জ।

গত ১৪ ফেব্রুয়ারি স্কুল যাওয়ার পথে পুলকার দুর্ঘটনায় আহত হয়েছিল দিব্যাংশু, সঙ্গে তার সহপাঠী ঋষভ সিং। চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে গ্রিন করিডর করে কলকাতায় পাঠানো হয়েছিল। চিকিৎসা চলাকালীন নয় দিনের মাথায় মৃত্যু হয় ঋষভের। এদিন বাড়ি ফেরায় খুশি দিব্যাংশুর পরিবার। শাঁখ বাজিয়ে, বরণডালা দিয়ে ঠাকুমা প্রতিমা ভগত তাকে বরণ করেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here