শালবনি কোভিড হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুরের শালবনি করোনা হাসপাতালে রোগী মৃত্যুর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে হাসপাতালের সুপার বদল করা হয়েছে। পরিষেবা নজরদারি চালানোর জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা। তা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি হয়নি। এজন্য আজ স্বাস্থ্য পরিষেবার পরিস্থিতি এবং পরিকাঠামো খতিয়ে দেখতে রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে এম আর বাঙুর হাসপাতালের সুপার ডাঃ শিশির নস্করের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শালবনী কোভিড হাসপাতাল পরিদর্শনে আসেন। তাঁরা হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি, হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মী, রোগী সহ সকলের সঙ্গে কথা বলেন। পরে শালবনী বিএমওএইচের সঙ্গে বৈঠক করেন। সঙ্গে ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল, ডেপুটি সিএমওএইচ ১ সৌম্যশঙ্কর সারেঙ্গি সহ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

ডেপুটি সিএমওএইচ জানান, শালবনী কোভিড হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের আরও ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে পরিষেবার ক্ষেত্রে কি কি ঘাটতি রয়েছে সেইসব লিপিবদ্ধ করে রাজ্য স্বাস্থ্য দপ্তরে জানানোর জন্যই এদিনের পরিদর্শন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *