ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে বিবিসির তথ্য চিত্রে, ব্রিটিশ সংস্থাকে তলব করে জবাব চাইল দিল্লি হাইকোর্ট

আমাদের ভারত, ২২ মে: ইন্ডিয়া দি মোদী কোয়েশ্চেন শীর্ষক তথ্য চিত্রটির কারণে ভারতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই মর্মে গুজরাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ব্রিটেনের সম্প্রচার সংস্থা বিবিসির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিল। সেই মামলাটিতে বিবিসি কর্তৃপক্ষকে তলব করল আদালত। এই বিষয়ে বিবিসির ব্যখাও চেয়েছে আদালত। আগামী সেপ্টেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।

গুজরাটি স্বেচ্ছাসেবী সংস্থাটির হয়ে আদালতে সাওয়াল করেন আইনজীবী হরিশ সালভে। আদালতে তাঁর বক্তব্য, ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এই তথ্য চিত্রটিতে। এর ফলে দেশের বিচার বিভাগ এবং প্রধানমন্ত্রীর ভাবমূর্তি খারাপ হচ্ছে। এরপরই হাইকোর্টের বিচারপতি বলেন, অভিযোগের প্রেক্ষিতে জবাব দিতে হবে অভিযুক্ত সংস্থাকে।

এর আগে একটি নিম্ন আদালতেও এই সংক্রান্ত মামলায় বিবিসি কর্তৃপক্ষকে তলব করা হয়েছিল। সেই মামলাটি করেছিলেন বিজেপি নেতা বিনয় কুমার সিং। আদালতের কাছে তিনি এই ধরনের তথ্যচিত্র প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছিলেন।

২০০২ সালে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময়ে রাজ্যে সংখ্যালঘুদের অবস্থা কেমন ছিল তা নিয়ে দুই পর্বের একটি তথ্যচিত্র প্রকাশ করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। কিন্তু ইন্ডিয়া দি মোদী কোয়েশ্চেন শীর্ষক তথ্য চিত্রটি বিশেষ তথ্য প্রযুক্তি আইন প্রয়োগ করে ইউটিউব সহ যাবতীয় সমাজ মাধ্যম থেকে সরিয়ে দেওয়া নির্দেশ দেয় কেন্দ্র সরকার। তারপরেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলায় কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করে দেশের শীর্ষ আদালত। বিচারাধীন বিষয় নিয়ে মন্ত্রীরা কোনো মন্তব্য করতে না চাইলেও বিজেপির একাধিক নেতা বিবিসির তীব্র সমালোচনা করেন। তাদের অভিযোগ, দেশকে খাটো করার জন্য মিথ্যা ও বিকৃত তথ্য পরিবেশন করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। সরকারের তরফেও জানানো হয় বিবিসির তথ্যচিত্র দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতার আদর্শকে ক্ষতিগ্রস্ত করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here