দিল্লি হিংসা! মেরুন শার্ট পরা একের পর এক গুলি চালানো শাহরুখ আসলে এখনও ফেরার

আমাদের ভারত,২৮ ফেব্রুয়ারি: উত্তর পূর্ব দিল্লির হিংসা হাতে বন্দুক উঁচিয়েএকের পর এক নির্দ্বিধায় গুলি চালানো মহম্মদ শাহরুখ এখনও ফেরার। অথচ আগে বলা হয়েছিল শাহরুখ নামে ওই আঁততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে শাহরুখ আসলে এখনো ফেরার। তার খোঁজে চলছে তল্লাশি।

উল্লেখ্য হাতে পিস্তল নেওয়া শাহরুখের ছবি সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হয়েছিল। অভিযোগ শাহরুখ বেশ কয়েক রাউন্ড ফায়ারিংও করেছিল। একেবারে সিনেমার কায়দায় রাস্তায় বন্দুক হাতে নেমে পড়েছিল মেরুন শার্ট পরা ঐ যুবক। প্রকাশ্য দিবালোকে নিরস্ত্র পুলিশের সামনেই সে গুলি ছুড়তে থাকে। থামাতে গেলে পুলিশকে হুমকি দিতেও পিছপা হয়নি এই যুবক। সিএএ বিরোধী আন্দোলনকারীদের নেতৃত্ব দিচ্ছিল সে সেইদিন।

ঘটনার পরদিনই জানা গিয়েছিল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু কোথায় কী? গ্রেফতারি তত্ত্ব ধামাচাপা দিয়ে বৃহস্পতিবার দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন এখনোও অধরাই রয়েছে শাহরুখ। এমনকি শাহরুখের নাম নিয়েও সংশয় রয়েছে পুলিশের। দিল্লি পুলিশের কনস্টেবল রতনলাল খুনেও তার নাম উঠে এসেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here